টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার পর এ সংস্করণের অধিনায়কত্ব ছেড়ে দেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। শ্রীলঙ্কার নতুন টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে গতকাল ঘোষণা করা হয়েছে চারিত আসালাঙ্কার নাম। ২৭ বছর বয়সী আসালাঙ্কাকে অধিনায়ক করে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলও ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।
আসালাঙ্কা অবশ্য এর আগেও শ্রীলঙ্কাকে খণ্ডকালীনভাবে নেতৃত্ব দিয়েছেন। এ বছরের শুরুতে হাসারাঙ্গা নিষিদ্ধ থাকার সময় বাংলাদেশ সফরে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে অধিনায়ক ছিলেন। শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলেরও অধিনায়ক ছিলেন আসালাঙ্কা। সম্প্রতি জাফনা কিংসকে এলপিএলের শিরোপাও জিতিয়েছেন তিনি। এ মৌসুমের শুরুতে থিসারা পেরেরার কাছ থেকে নেতৃত্ব নিয়েছিলেন আসালাঙ্কা।
আসালাঙ্কার অধিনায়কত্ব পাওয়ার বাইরে বড় খবর দিনেশ চান্ডিমালের দলে ফেরা। ২০২২ সালে সর্বশেষ শ্রীলঙ্কার হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন তিনি। এলপিএলের এ মৌসুমে ১৬৮.৮২ স্ট্রাইক রেটে ২৮৭ রান করেন চান্ডিমাল। অবশ্য এলপিএলে ভালো সময় গেলেও দলে জায়গা পাননি ৩৭ বছর বয়সী অ্যাঞ্জেলো ম্যাথুস।
টি-টোয়েন্টির অধিনায়কত্বে পরিবর্তন আনা হলেও অন্য দুই সংস্করণের ব্যাপারে কিছু জানানো হয়নি। ওয়ানডের নেতৃত্বে কুশল মেন্ডিস, আগের মতোই টেস্টে অধিনায়কত্ব করবেন ধনাঞ্জয়া ডি সিলভা।
আগামী শনিবার ক্যান্ডির পাল্লেকেলেতে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ, যেটি খেলতে গত সোমবার শ্রীলঙ্কা পৌঁছেছে ভারতীয় দল। এ সিরিজে ভারতও খেলবে নতুন অধিনায়ক সূর্যকুমার যাদবের নেতৃত্বে। টি-টোয়েন্টি সিরিজের পর ২ আগস্ট কলম্বোয় শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।
শ্রীলঙ্কা টি-টোয়েন্টি দল
চারিত আসালাঙ্কা (অধিনায়ক), পাতুম নিশাঙ্কা, কুশল পেরেরা, আভিস্কা ফার্নান্ডো, কুশল মেন্ডিস, দিনেশ চান্ডিমাল, কামিন্দু মেন্ডিস, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিত ভেল্লালাগে, মহীশ তিকশানা, চামিন্দু বিক্রমাসিংহে, মাতিশা পাতিরানা, নুয়ান তুশারা, দুষ্মন্ত চামিরা ও বিনুরা ফার্নান্ডো।