এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছে ভারত। রোহিত শর্মার নেতৃত্বাধীন দলে ফিরেছেন লোকেশ রাহুল ও শ্রেয়াস আইয়ার। দুজনই চোটের কারণে দলের বাইরে ছিলেন। এ ছাড়া প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন বাঁহাতি মিডল অর্ডার ব্যাটসম্যান তিলক ভার্মা।
আজ দিল্লিতে অধিনায়ক রোহিত শর্মাকে পাশে নিয়ে দল ঘোষণা করেন প্রধান নির্বাচক অজিত আগারকার।
এশিয়া কাপের মাধ্যমে অবশ্য রাহুল, আইয়ারই শুধু নন, ফিরেছেন আরও অনেকেই। চোট কাটিয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে চলমান টি–টোয়েন্টি সিরিজে ফিরেছিলেন যশপ্রীত বুমরা ও প্রসিধ কৃষ্ণা। এ দুই পেসার আছেন ওয়ানডে সংস্করণের এশিয়া কাপেও। এ ছাড়া ওয়েস্ট ইন্ডিজ সফরে বিশ্রাম দেওয়া মোহাম্মদ শামিকেও এশিয়া কাপে ফেরানো হয়েছে। পেস আক্রমণে আরও আছেন মোহাম্মদ সিরাজ, হার্দিক পান্ডিয়া ও শার্দুল ঠাকুর।
লেগ স্পিনার যুযবেন্দ্র চাহালকে বাদ দিয়ে এশিয়া কাপে জায়গা পেয়েছেন কুলদীপ যাদব, দলে অপর দুই স্পিনার রবীন্দ্র জাদেজা ও অক্ষর প্যাটেল।
দলে ফেরা রাহুল আইপিএলে চোটে পড়ার পর থেকে প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেটের বাইরে ছিলেন। সুস্থ হওয়ার পর গত কয়েক সপ্তাহ ম্যাচ–পরিস্থিতির অনুশীলন করেন তিনি।
মিডল অর্ডার ব্যাটসম্যান শ্রেয়াস চোটে পড়েছিলেন মার্চে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে। এরপর আইপিএলও খেলতে পারেননি তিনি। এখন শতভাগ ফিট হওয়ার পরই তাঁকে দলে ফেরানো হয়েছে বলে জানান আগারকার, ‘ওদের দুজনই দীর্ঘমেয়াদি গুরুতর চোট থেকে ফিরেছে। শ্রেয়াস এখন সম্পূর্ণ ফিট। রাহুলও চোটমুক্ত, তবে ছোটখাটো সমস্যা আছে। যে কারণে সঞ্জুকে বিকল্প খেলোয়াড় হিসেবে নিয়ে যাওয়া হচ্ছে।’
২ সেপ্টেম্বর পাল্লেকেলেতে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ভারতের এশিয়া কাপ অভিযান। তার আগে ৩০ আগস্ট মুলতানে পাকিস্তান–নেপাল ম্যাচ দিয়ে শুরু হবে এশিয়া কাপ। এবারই প্রথম হাইব্রিড মডেলে পাকিস্তান ও শ্রীলঙ্কার মাটিতে এশিয়া কাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এশিয়া কাপের ভারত দল:
স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, শুবমান গিল, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, ঈশান কিষান, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, যশপ্রীত বুমরা, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, কুলদীপ যাদব, প্রসিধ কৃষ্ণা।
বিকল্প খেলোয়াড়: সঞ্জু স্যামসন