বিপিএলে নিজের প্রথম দুই ম্যাচে বোধ হয় গা গরম করেছেন। খুলনার বিপক্ষে ২২ রানের পর ঢাকার বিপক্ষে করেছিলেন মাত্র ৯ রান। ‘গা গরম’ শেষে তৃতীয় ম্যাচে এসে উইল জ্যাকস পেলেন শতক। চট্টগ্রামের বিপক্ষে তাদের মাটিতেই খেললেন ৫৩ বলে অপরাজিত ১০৮ রানের ইনিংস। তাঁর শতকে কুমিল্লা ভিক্টোরিয়ানস গড়েছে বিপিএলে যৌথভাবে সর্বোচ্চ স্কোর।
টস হেরে ব্যাটিং করতে নেমে কুমিল্লা তুলেছে ২৩৯ রান। বিপিএলে এটা যৌথভাবে সর্বোচ্চ রানের দলীয় ইনিংস। এর আগে ২০১৯ সালে রংপুর রাইডার্স এই চট্টগ্রামের বিপক্ষেই ২৩৯ রান তুলেছিল। সেই ম্যাচটিও হয়েছিল চট্টগ্রামে। বিপিএলে দলীয় রানের সর্বোচ্চ ১০টি ইনিংসের মধ্যে প্রথম ৮টি ইনিংসই দেখা গেছে চট্টগ্রামের মাটিতে।
টি-টোয়েন্টি ক্যারিয়ারে এর আগে জ্যাকসের শতক ছিল দুটি, যার একটি এ বছরই। এসএ টি-টোয়েন্টিতে গত জানুয়ারিতে প্রিটোরিয়া ক্যাপিটালসের হয়ে মাত্র ৪১ বলে শতক করেছিলেন জ্যাকস। অন্যটি ২০২২ সালে, দ্য হান্ড্রেড–এ।
আজ ৩১ বলে অর্ধশতক করা জ্যাকস শতক করেছেন ৫০ বলে। জ্যাকসের শতক ছাড়াও রান পেয়েছেন লিটন দাস ও মঈন আলী। ৩১ বলে ৬০ রান করেন লিটন। আর বিপিএলে এই মৌসুমে প্রথমবার মাঠে নেমেই মইন অপরাজিত ছিলেন ২৪ বলে ৫৩ রান করে। এদিন ৪ ওভার বল করে ৬৯ রান দিয়েছেন পেসার আল আমিন—বিপিএলের ইতিহাসে সবচেয়ে খরুচে স্পেল।
এমন একটি শতকের পর স্বাভাবিকভাবেই জ্যাকস খুশি। বিপিএলের সর্বোচ্চ রান তোলার পরও চট্টগ্রামের এটি তাড়া করা সম্ভব বলে মনে করেন তিনি, ‘প্রথম দুই ম্যাচে রান পাইনি। অবদান রাখতে পেরে ভালো লাগছে। ভালো সংগ্রহ গড়েছি। কিন্তু এটা ভালো উইকেট, সীমানা ছোট, আউটফিল্ড ফাস্ট। সম্ভবত এটাও তাড়া করা সম্ভব। সব রানই তাড়া করা সম্ভব।’