গত ৭ ডিসেম্বর ভারতের বিপক্ষে খেলা মেহেদী হাসান মিরাজের সেঞ্চুরি বছরের সেরা ইনিংসের স্বীকৃতি পেয়েছে
গত ৭ ডিসেম্বর ভারতের বিপক্ষে খেলা মেহেদী হাসান মিরাজের সেঞ্চুরি বছরের সেরা ইনিংসের স্বীকৃতি পেয়েছে

ইএসপিএনক্রিকইনফো অ্যাওয়ার্ডস

ওয়ানডের বর্ষসেরা ভারতের বিপক্ষে মিরাজের সেই ইনিংস

যে ম্যাচের শুরুটা ছিল আতঙ্ক–জাগানিয়া, দিন শেষে সেটিতে জয়ের হাসি নিয়ে মাঠ ছেড়েছিল বাংলাদেশ। গত বছরের ডিসেম্বরে ভারতের বিপক্ষে বাংলাদেশের সেই জয়ের নায়ক ছিলেন মেহেদী হাসান মিরাজ। খেলেছিলেন ৮৩ বলে ১০০ রানের অপরাজিত ইনিংস।

শুধু বাংলাদেশ–ভারত ম্যাচ নয়, মিরাজের সেই ইনিংস ছাড়িয়ে গেছে ২০২২ সালের আন্তর্জাতিক ক্রিকেটের সব ওয়ানডে ইনিংসকেই। আর সেটিরই ছাপ পড়েছে  ইএসপিএনক্রিকইনফো অ্যাওয়ার্ডসে। জনপ্রিয় ক্রিকেট পোর্টালটি ভারতের বিপক্ষে খেলা মিরাজের ইনিংসটিকে ২০২২ সালের সেরা ওয়ানডে ইনিংসের স্বীকৃতি দিয়েছে। আজ বিভিন্ন ক্যাটাগরিতে সেরা হওয়া ক্রিকেটারদের নাম ঘোষণা করেছে ক্রিকইনফো।

৭ ডিসেম্বর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি ছিল বাংলাদেশ–ভারত ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচ। মিরাজ যখন উইকেট যান, তখন বাংলাদেশের রান ছিল ৬ উইকেটে ৬৯।

এক শর নিচে গুটিয়ে যাওয়ার শঙ্কা যখন ঘোরতর, তখন মাহমুদউল্লাহর সঙ্গে জুটি বেঁধে অবিশ্বাস্য এক ইনিংস খেলেন মিরাজ। ঘণ্টাখানেকের দুর্দান্ত ব্যাটিংয়ে বাংলাদেশকে পৌঁছে দেন ৫০ ওভারে ৭ উইকেটে ২৭১ রানে।

৭ ডিসেম্বর ভারতের বিপক্ষে আট নম্বরে নেমে সেঞ্চুরি করেন মিরাজ

দলকে ভালো সংগ্রহ এনে দেওয়ার পথে ওয়ানডে ও লিস্ট ‘এ’ ক্যারিয়ারের প্রথম শতরান তুলে নেন মিরাজ। ৮৩ বলে ৮টি চার ও ৪টি ছক্কায় সাজানো ১০০ রানের ইনিংসটি আট বা এর নিচে নেমে বাংলাদেশের কোনো ক্রিকেটারের সর্বোচ্চ ইনিংস।

মিরাজের দুর্দান্ত ইনিংসের পর ভারতকে ২৬৬ রানে আটকে দিয়ে ৫ রানে জয় পায় বাংলাদেশ। ম্যাচসেরা হন মিরাজই।

ক্রিকইনফো জানিয়েছে, ২০২২ সালের ওয়ানডের সেরা ইনিংস হওয়ার লড়াইয়ে ছিল মিরাজ এবং ঈশান কিষানের ইনিংস। ভারতের উইকেটকিপার–ব্যাটসম্যান কিষানের ইনিংসটিও ছিল বাংলাদেশ–ভারত সিরিজে।

চট্টগ্রামে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ২১০ রানের ইনিংস খেলেন কিষান। তবে ডাবল সেঞ্চুরি ছাপিয়ে ইনিংসের গুরুত্ব বিবেচনায় সেরার স্বীকৃতি পেয়েছে মিরাজের ইনিংসটিই।

সে দিন ভারতের বিপক্ষে জয়ের বাংলাদেশ দলের উদ্‌যাপনের কেন্দ্রে ছিলেন মিরাজ

ক্রিকইনফো জানিয়েছে, বছরের সেরা পারফরম্যান্স বাছাইয়ে বিচারক ছিলেন ডেল স্টেইন, ড্যানিলে ভেট্টরি, ইয়ান বিশপ, টম মুডি, লিসা স্থালেকার, ওয়াসিম জাফর, পিটার বোরেন, পারভেজ মাহারুপ, উরুজ মুমতাজ, নেইল ও’ব্রায়েন এবং মার্ক নিকোলাস।