আজও দিল্লির একাদশে নেই মোস্তাফিজ
আজও দিল্লির একাদশে নেই মোস্তাফিজ

আইপিএল

দ্বিতীয় ম্যাচেও মোস্তাফিজ জায়গা পেলেন না দিল্লির দলে

আইপিএলে আজ গুজরাট টাইটানসের বিপক্ষে দিল্লি ক্যাপিটালসের একাদশে জায়গা পাওয়াটা কঠিনই ছিল মোস্তাফিজুর রহমানের জন্য। আশঙ্কাটাই সত্যি হয়েছে, মোস্তাফিজকে আজও বাইরে বসে থাকতে হচ্ছে।

দিল্লি দলে চেতন সাকারিয়া ও খলিল আহমেদের মতো দুজন ভারতীয় বাঁহাতি পেসার আছেন। এঁদের সঙ্গে আছেন আরেক ভারতীয় পেসার মুকেশ কুমার। বিদেশিদের মধ্যে আছেন দক্ষিণ আফ্রিকার আনরিখ নর্কিয়া। মোস্তাফিজের চেয়ে নর্কিয়াকেই বেশি কার্যকর মনে করেছে দিল্লি। প্রথম ম্যাচে খেলা ওয়েস্ট ইন্ডিজের রোভম্যান পাওয়েলের জায়গায় দলে ঢুকেছেন নর্কিয়া। দলের বাকি তিন বিদেশি অধিনায়ক ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ ও রাইলি রুশো।

গত শনিবার প্রথম ম্যাচে লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের কাছে ৫০ রানে হেরে আইপিএল শুরু করেছে দিল্লি ক্যাপিটালস। সেদিনই সকালে ভাড়া করা বিমান ঢাকায় পাঠিয়ে মোস্তাফিজকে উড়িয়ে নিয়ে যায় দিল্লি।

শনিবার ভাড়া করা বিমানে করে ঢাকা থেকে মোস্তাফিজকে উড়িয়ে নিয়ে গেছে দিল্লি ক্যাপিটালস

গুজরাটের সঙ্গে ম্যাচের আগেই দিল্লি দলে যোগ দিয়েছেন নর্কিয়া ও লুঙ্গি এনগিডি। এই দুই দক্ষিণ আফ্রিকান পেসারের অন্তর্ভূক্তিতে দিল্লির পেস আক্রমণের শক্তি বেড়েছে নিঃসন্দেহে। এখন বিদেশি কোটায় নর্কিয়া আর এনগিডির সঙ্গেই দলে জায়গা করে নেওয়ার জন্য লড়তে হচ্ছে মোস্তাফিজকে।

তিন মৌসুম ধরে দিল্লির মূল বোলিং অস্ত্র নর্কিয়া। গত মৌসুমে কিছুটা নিষ্প্রভ থাকলেও আগের দুই মৌসুমে ভালো বোলিং করেছেন। ২০২২ সালের আইপিএলে ৬ ম্যাচে ৯.৭২ ইকোনমিতে মাত্র ৯ উইকেট নিলেও তাঁর ওপর ভরসা হারায়নি দল। যে কারণে নিলামে দিল্লি তাঁকে ধরে রেখেছে।

গত ম্যাচে অধিনায়ক ডেভিড ওয়ার্নারের সঙ্গে দিল্লিতে বিদেশি ক্রিকেটার হিসেবে ছিলেন মিচেল মার্শ, রোভম্যান পাওয়েল ও রাইলি রুশো। বিদেশি চারজন ক্রিকেটারই ছিলেন ব্যাটসম্যান।