অলিম্পিকে ফেরার পথে আরেকটি বাধা পেরোল ক্রিকেট। ২০২৮ গ্রীষ্মকালীন অলিম্পিকের আয়োজক শহর লস অ্যাঞ্জেলেসের আয়োজক কমিটির প্রস্তাব মেনে টি-টোয়েন্টি ক্রিকেটসহ পাঁচটি খেলাকে অলিম্পিকে অন্তর্ভুক্ত করার অনুমোদন দিয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)। আইওসি সভাপতি টমাস বাখ আজ ভারতের মুম্বাইয়ে এ ঘোষণা দিয়েছেন।
অবশ্য অলিম্পিকে প্রবেশাধিকার পেতে আরেকটি বাধা পেরোতে হবে ক্রিকেটকে। আগামী সোমবার মুম্বাইয়ে আইওসির সদস্যদের ভোটেই ক্রিকেটসহ বাকি নতুন খেলাগুলোর অলিম্পিকে অন্তর্ভুক্তির সিদ্ধান্ত চূড়ান্ত হবে। গত সোমবার লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের আয়োজক সংস্থা ক্রিকেটসহ পাঁচটি খেলাকে অলিম্পিকে অন্তর্ভুক্তির জন্য আইওসির কাছে অনুরোধ করে।
ক্রিকেট ছাড়াও বেসবল বা সফটবল, ফ্ল্যাগ ফুটবল, স্কোয়াশ ও লাকরোসকে লস অ্যাঞ্জেলেস গেমসে নতুন খেলা হিসেবে অনুমোদন দিয়েছে আইওসি।
এখন সদস্যদের ভোটেও অনুমোদন মিললে ১২৮ বছর পর অলিম্পিকে ফিরবে ক্রিকেট। সর্বশেষ ১৯০০ সালে প্যারিস অলিম্পিকে ছিল ক্রিকেট। প্যারিসে ক্রিকেটের একমাত্র ম্যাচে ফ্রান্সকে ১৮৫ রানে হারিয়ে সোনা জিতেছিল গ্রেট ব্রিটেন। ম্যাচটিতে প্রতি দলে ১২ জন করে খেলেছিলেন।
গত ফেব্রুয়ারিতে লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের চূড়ান্ত করা ২৮টি খেলার মধ্যে ছিল না ক্রিকেট। তবে জুলাইয়ে অলিম্পিকে অন্তর্ভুক্তির জন্য আরও নয়টি খেলার সংক্ষিপ্ত তালিকা করে আয়োজক কমিটি। সেখানে ক্রিকেটও ছিল। তালিকাটা পরে ছেঁটে পাঁচে নামানো হয়।
অলিম্পিকে কোন সংস্করণে ও কয়টি দল নিয়ে হবে ক্রিকেট, সেই ব্যাপারে এর আগেই নিজেদের প্রস্তাব আয়োজকদের জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।
নারী-পুরুষ দুই বিভাগে ছয়টি করে দল অংশ নেওয়ার কথা অলিম্পিক ক্রিকেটে। একটি নির্দিষ্ট তারিখে টি-টোয়েন্টি দলীয় র্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা ছয়টি দল পাবে অলিম্পিকের টিকিট।