সিরিজের চতুর্থ টি–টোয়েন্টিতে নিউজিল্যান্ডের কাছে হেরেছে পাকিস্তান
সিরিজের চতুর্থ টি–টোয়েন্টিতে নিউজিল্যান্ডের কাছে হেরেছে পাকিস্তান

ইমাদ ওয়াসিমের ১১ বলে ২২ রান বৃথা, ৪ রানে হার পাকিস্তানের

জয়ের জন্য শেষ ওভারে পাকিস্তানের দরকার ছিল ১৮ রান। উসামা মীর প্রথম বলে চার মেরে পরের বলেই আউট। তবে ভরসা হয়ে একপ্রান্তে তখনো ইমাদ ওয়াসিম। চতুর্থ বলে দুই রান আর পঞ্চম বলে চার মেরে শেষ বলের জন্য সমীকরণ নামিয়ে আনেন ৬ রানে। তবে জিমি নিশামের অফ স্টাম্পের বাইরে পড়া বল ইমাদ কাভার–পয়েন্টে পাঠিয়ে এক রানের বেশি নিতে পারেননি।

ইমাদের হতাশা তখন গোটা পাকিস্তানের। জয়ের সম্ভাবনা জাগিয়েও যে শেষ পর্যন্ত ৪ রানে হার। এ নিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে টানা দ্বিতীয় ম্যাচ হারল পাকিস্তান।

অবসর ভেঙে জাতীয় দলে ফেরা ইমাদ সিরিজের প্রথম টি–টোয়েন্টিতে জায়গা পাননি। চতুর্থ ম্যাচে এসে প্রথমবারের মতো জায়গা পেয়েই দলকে কাছাকাছি টেনে নিয়ে গেছেন। নিউজিল্যান্ডের ৭ উইকেটে ১৭৮ রান তাড়ায় পাকিস্তান দ্বিতীয় ওভারেই হারায় অধিনায়ক বাবর আজমকে (৪ বলে ৫ রান)।

আরেক ওপেনার সাইম আইয়ুব ১৫ বলে ২০ রান করে আউট হলে হাল ধরেন ফখর জামান। ইফতিখার আহমেদকে সঙ্গে নিয়ে পঞ্চম উইকেটে যোগ করেন ৪১ বলে ৫৯ রান।

উইকেটে থিতু হওয়া ইফতিখার ও ফখর পরপর ওভারে আউট হলে পাকিস্তানের জয়ের পথ কঠিন হয়ে যায়। দুজনও বলও খেলে যান বেশ কিছু। চারে নামা ফখর ৬১ রান করতে খেলেন ৪৫ বল, ইফতিখার ২৩ রান করেন ২০ বলে।

শেষ তিন ওভারে পাকিস্তানের দরকার ছিল ৩৯ রান, যা শেষ বলে নেমে আসে ৬ রানে। ইমাদ ১১ বলের ইনিংসে চারটি চার মারলেও শেষ বলে ছয়ের প্রয়োজন মেটাতে পারেননি।

এর আগে নিউজিল্যান্ড ৭ উইকেটে ১৭৮ রানের সংগ্রহ গড়ে টিম রবিনসনের ৫১ ও ডিন ফক্সক্রফটের ৩৪ রানের সৌজন্যে। পাকিস্তানের হয়ে আব্বাস আফ্রিদি নেন ২০ রানে ৩ উইকেট।

পাঁচ ম্যাচের সিরিজে নিউজিল্যান্ড এগিয়ে ২–১ ব্যবধানে। সিরিজের শেষ টি–টোয়েন্টি আগামীকাল।