পাকিস্তান অধিনায়ক বাবর আজমকে বিশ্বকাপের প্রোমোতে না রাখায় আইসিসির ওপর ক্ষোভ ঝেড়েছেন শোয়েব আখতার
পাকিস্তান অধিনায়ক বাবর আজমকে বিশ্বকাপের প্রোমোতে না রাখায় আইসিসির ওপর ক্ষোভ ঝেড়েছেন শোয়েব আখতার

বাবরকে বিশ্বকাপের প্রোমো থেকে বাদ দেওয়ায় শোয়েব আখতারের ক্ষোভ

২০২৩ ওয়ানডে বিশ্বকাপের প্রচারের জন্য আইসিসি যে প্রোমো তৈরি করেছে, সেখানে নেই পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের উপস্থিতি। এ নিয়ে বলতে গেলে পাকিস্তানের পুরো ক্রিকেট অঙ্গনই ক্ষুব্ধ। এবার সেই দলে যোগ দিয়েছেন শোয়েব আখতারও। আইসিসির প্রতি ক্ষোভ ঝেড়েছেন পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার।

২০ জুলাই আইসিসির সামাজিক যোগাযোগমাধ্যমে দুই মিনিটের একটু বেশি সময়ের যে ভিডিওটি দেওয়া হয়েছে, সেখানে বলিউডের তারকা অভিনেতা শাহরুখ খানসহ বিশ্বের বিভিন্ন দেশের ক্রিকেটারদের উপস্থিতি আছে।

ভিডিওতে ভারতের সমর্থকদের দৃশ্য বড় একটা অংশজুড়ে আছে। পাকিস্তান অংশে দেখানো হয়েছে গতিতারকা শাহিন শাহ আফ্রিদি আর ২০১৯ বিশ্বকাপে দলটির হয়ে ভালো খেলা ওয়াহাব রিয়াজকে। এ ছাড়া ভিডিওতে ভারতের নারী ক্রিকেট দলের সদস্য জেমাইমা রদ্রিগেজেরও উপস্থিতি আছে। কিন্তু নেই বাবর আজম।

টুইট করে এই প্রোমো নিয়ে নিজের ক্ষোভের কথা বলেছেন শোয়েব। যাঁরা এই ভিডিও বানিয়েছেন, তাঁরা নিজেদের ‘মজার বস্তু’ বানিয়েছেন বলেই মনে করেন তিনি।

ভারতে ওয়ানডে বিশ্বকাপ শুরু হবে ৫ অক্টোবর। পাকিস্তানের প্রথম ম্যাচ পরদিন ৬ অক্টোবর নেদারল্যান্ডসের বিপক্ষে। বাবর আজমের দল চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে খেলবে ১৫ অক্টোবর।