বাংলাদেশের মার্কশিট

নাসুম ৬.৫, লিটন ১

আমার ধারণা ঢাকা প্রিমিয়ার লিগের প্রথম সারির দু-একটি দলের শক্তিও আমাদের এই জাতীয় দলের চেয়ে বেশি। দলের গঠন এবং সার্বিক অ্যাপ্রোচ দেখে তা–ই মনে হয়েছে। বোলিং মোটামুটি ভালো হলেও শেষ দিকে বাংলাদেশ ২৫-৩০ রান বেশি দিয়েছে।

তামিম ইকবাল ৬/১০

চোটে পড়ার আগের তুলনায় এ ম্যাচের তামিমকে বেশ স্বচ্ছন্দ মনে হয়েছে। এ ইনিংস ওকে পরের ম্যাচগুলোর জন্য নিশ্চয়ই আরও আত্মবিশ্বাসী করে তুলবে।

লিটন দাস ১/১০

ফর্ম যেমনই হোক, নিজের ওপর আস্থা রাখাটা জরুরি। এ মুহূর্তে অধিনায়কত্বের বোঝাটা বইতে না হলেই হয়তো ভালো হতো। বোলারদের পরিবর্তন, শেষ কয়েক ওভারের পরিকল্পনাটা আরও ভালো হতে পারত।

তানজিম হাসান ৩/১০

ব্যাটে-বলে দারুণ হচ্ছে অথচ ইনিংসটা বড় হচ্ছে না। দুই ‘তামিমের’ একটা জুটি হলে ম্যাচটা আমাদের হতেও পারত। নিজের উইকেটের মূল্যটা বুঝতে হবে।

তাওহিদ হৃদয় ২/১০

পারফরম্যান্সে আরও ধারাবাহিক হওয়া জরুরি। সে এ দলের অন্যতম ম্যাচজয়ী ব্যাটসম্যান, এটা তাকে বুঝতে হবে।

সে এ দলের অন্যতম ম্যাচজয়ী ব্যাটসম্যান, এটা তাকে বুঝতে হবে।

সৌম্য সরকার ২/১০

আস্থার প্রতিদান দিতে পারেনি। এর পরও সুযোগ পায় কি না, তা দেখার জন্য সবাই হয়তো অধীর আগ্রহে অপেক্ষা করবে। চমৎকার ক্যাচের জন্য ১ বেশি পাবে।

মাহমুদউল্লাহ ৬/১০

বিশেষজ্ঞ ব্যাটসম্যান সঙ্গে না থাকলে এত বড় লক্ষ্যে ব্যাটিং করা সত্যি কঠিন। এত দিন পর, চাপের মুখে এবং পরিস্থিতি বিবেচনায় সন্তোষজনক ইনিংস।

মেহেদী হাসান ৬.৫/১০

৩ উইকেট নেওয়ার পাশাপাশি রানও দিয়েছে কম। একাধিকবার প্রমাণ করেছে যে চাপের মুখে তার ওপর আস্থা রাখা যায়। ব্যাটিংয়েও আত্মবিশ্বাসী।

নাসুম আহমেদ ৬.৫/১০

প্রমাণ করেছে যে রক্ষণাত্মক বোলিংয়ের পাশাপাশি প্রয়োজনে আক্রমণাত্মক বোলিংয়েও সক্ষম। ব্যাটিংয়ে উন্নতি চোখে পড়ার মতো।

মোস্তাফিজুর রহমান ৬.৫/১০

শুরুতেই কন্ডিশনের সহায়তা কাজে লাগিয়ে উইকেট তুলে নিয়েছে। বেশ অনেকগুলো উইকেটটেকিং ডেলিভারি ছিল তার স্পেলে। শরীরী ভাষা দারুণ ইতিবাচক।

মোস্তাফিজের শরীরী ভাষা দারুণ ইতিবাচক

হাসান মাহমুদ ৬/১০

টম ব্লান্ডেলের গুরুত্বপূর্ণ উইকেট নেওয়ার পাশাপাশি ম্যাচের বিভিন্ন সময় প্রত্যেকটা স্পেলেই ব্যাটসম্যানদের ওপর চাপ বজায় রেখেছে।

খালেদ আহমেদ ৬/১০

একটু খরুচে হলেও প্রথম ম্যাচেই ৩ উইকেট নিয়ে নিউজিল্যান্ডকে ২৫৪ রানে আটকে রাখার ক্ষেত্রে অবদান রেখেছে। এই সংস্করণেও নিজেকে মোটামুটি ভালোভাবে মানিয়ে নিয়েছে।