প্রথম তিন দিনে যে ম্যাচে খেলা হতে পেরেছে মাত্র ৩৫ ওভার, কানপুরে সেই ম্যাচটি কীভাবেই না হারল বাংলাদেশ! প্রথম ইনিংসে ৭৪.২ ওভার ব্যাটিং করলেও নাজমুল হোসেনের দল দ্বিতীয় ইনিংসে ৪৭ ওভারে গুটিয়ে যায় ১৪৬ রানে।
কানপুরে বাংলাদেশের ব্যাটিং দেখে বাংলাদেশের ক্রিকেট ভক্তরা তো বটেই হতাশ হয়েছেন ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান সুনীল গাভাস্কারও। টেস্ট ক্রিকেটে ১০ হাজার রান করা প্রথম ব্যাটসম্যান ধুয়ে দিয়েছেন বাংলাদেশের ব্যাটসম্যানদের। গাভাস্কার বলেছেন, বাংলাদেশের ব্যাটসম্যানরা বাজে শট খেলেই সর্বনাশ ডেকে এনেছেন।
টেলিভিশনে ভারতের জয় ও বাংলাদেশের হারের কারণ ব্যবচ্ছেদ করতে গিয়েই সমালোচনা করেছেন গাভাস্কার, ‘আমার মনে হয় ওরা (বাংলাদেশের ব্যাটসম্যানরা) সম্ভবত ভুলে গিয়েছিল, এটা একটা টেস্ট ম্যাচ। এখানে তো অনেক সময়, আর এটা তো শেষ দিন ছিল। আমরা শান্তর (বাংলাদেশ অধিনায়ক) কিছু শট দেখলাম, ব্যাটে-বলে ঠিকঠাক হলে দেখতে কিন্তু অসাধারণই মনে হয়। কিন্তু যখন তা হয় না, আপনার মনে হবে, আরে, সে কী করতে চাচ্ছে!’
কাল সকালে সাদমান ইসলামকে নিয়ে ভালোই প্রতিরোধ গড়েছিলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল। কিন্তু মুখোমুখি হওয়া প্রথম বলেই রবীন্দ্র জাদেজাকে রিভার্স সুইপ করতে গিয়ে বোল্ড হয়ে যান। অধিনায়কের এমন আউটে ধসের সূচনা বাংলাদেশের ইনিংসে। ২ উইকেটে ৯১ থেকে বাংলাদেশ অলআউট ১৪৬ রানে।
নাজমুল ফেরার একটু পরেই আকাশ দীপের অনেক বাইরের বলে ফ্ল্যাশ করতে গিয়ে গালিতে যশস্বী জয়সোয়ালের হাতে ক্যাচ দেন ফিফটি পাওয়া ওপেনার সাদমান। গাভাস্কার বলেছেন, সাদমানের আরেকটু দায়িত্ব নেওয়া উচিত ছিল, ‘হাফ সেঞ্চুরির পর সাদমান অফ স্টাম্পের বাইরের বলে আলগা শট খেলে আউট হলো। অথচ তার দরকার ছিল এই ভিত্তির ওপর দাঁড়িয়ে সেঞ্চুরি তুলে নেওয়া।’