নিলামে নাম দিয়েছেন, বিশাল অঙ্কে কোনো ফ্র্যাঞ্চাইজি কিনেও নিয়েছে। এরপর দেখা গেল বিদেশি সেই খেলোয়াড় কোনো উপযুক্ত কারণ ছাড়াই শুধু ব্যক্তিগত কারণে টুর্নামেন্টে আর খেললেন না। আইপিএলের বিভিন্ন মৌসুমে এমন ঘটনা অনেক দেখা গেছে। ভবিষ্যতে এটা ঠেকাতে বিশেষ ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
যেসব খেলোয়াড় টুর্নামেন্টের আগে হুট করে ফ্র্যাঞ্চাইজিকে জানিয়ে দেবে যে তিনি খেলবেন না, সেসব বিদেশি খেলোয়াড়ের জন্য শাস্তির ব্যবস্থা রাখা হচ্ছে। সেই শাস্তি আইপিএলে দুই মৌসুমের নিষেধাজ্ঞা।
গত মৌসুমে কলকাতা কেনার পরও ইংল্যান্ডের জেসন রয় টুর্নামেন্ট থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। ইংল্যান্ডের দুই পেসার মার্ক উড আর গাস অ্যাটকিনসনও নিজেদের ফ্র্যাঞ্চাইজির সঙ্গে একই কাজ করেছেন। এমন কাজ এখন থেকে করলে নিষেধাজ্ঞায় পড়তে হবে ক্রিকেটারদের।
নতুন নিয়ম অনুযায়ী বিদেশি সব খেলোয়াড়কেই মেগা নিলামের আগে নিবন্ধিত হতে হবে। কোনো বিদেশি খেলোয়াড় যদি নিবন্ধন না করেন, তাহলে নিলামে তিনি পরের বছরের নিলামে অযোগ্য বিবেচিত হবেন। আর কোনো বিদেশি খেলোয়াড়কে নিলামে কোনো দল কেনার পর টুর্নামেন্ট শুরুর আগে নিজেকে সরিয়ে নিলে তিনি পরের দুই মৌসুমের জন্য নিলাম বা টুর্নামেন্টে অংশ নিতে পারবেন না।
গত বছরের কথাই ধরা যাক। মিনি নিলামে অস্ট্রেলিয়ার দুই খেলোয়াড় প্যাট কামিন্স ও মিচেল স্টার্ককে বিশাল অঙ্কে কিনেছিল দুটি আলাদা দল। কামিন্সকে ২০.৫ কোটি রুপি দিয়ে কামিন্সকে সানরাইজার্স হায়দরাবাদ আর ২৪.৭৫ রুপি দিয়ে স্টার্ককে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। অতীতে বিদেশি খেলোয়াড়দের মেগা নিলামের চেয়ে মিনি নিলামে বেশি অংশ নিতে দেখা গেছে। এখন নতুন নিয়মের কারণে বিদেশি খেলোয়াড়দের মেগা নিলাম এড়িয়ে যাওয়া কঠিন হবে।