এই মুহূর্তে সেই ব্যাট ছাড়া মূল্যবান আর কীই–বা আছে তাঁর কাছে!
৬ বলে ১১ রান দরকার, উইকেটে শেষ দুই ব্যাটসম্যান। আফগানিস্তানের কাছে পাকিস্তানের পরাজয় ধরে নিয়েছিলেন প্রায় সবাই। কিন্তু আত্মবিশ্বাস পুষে রেখেছিলেন নাসিম শাহ। নেটে বড় শটের অনুশীলন করেন নিয়মিত, সেই অনুশীলন কাজে লাগানোর এই তো সময়।
এশিয়া কাপ দিয়ে আন্তর্জাতিক টি–টোয়েন্টি ক্যারিয়ার শুরু করা নাসিম তাই সপাটে সীমানার বাইরে আছড়ে ফেলেন ফজলহক ফারুকিকে। একবার নয়, টানা দুই বলে দুই ছক্কা! হারের কিনারায় চলে যাওয়া পাকিস্তান নিমিষেই আবিষ্কার করে জয়ের মঞ্চে।
গত বুধবার রাতে শারজায় সুপার ফোরের ম্যাচে তৈরি হয়েছিল অভাবনীয় এই দৃশ্যের।
ম্যাচের শেষ ওভারে টানা দুই ছয় মেরে ইতিহাস গড়া সেই ব্যাট এবার নিলামে তুলতে যাচ্ছেন নাসিম।
পাকিস্তানের বড় অংশজুড়ে বন্যা বিরাজ করছে। নিলামে ব্যাট বিক্রি করে সেই অর্থ বন্যার্তদের জন্য খরচ করা হবে। সতীর্থ পেসার মোহাম্মদ হাসনাইনকে সঙ্গে নিয়ে এক ভিডিও বার্তায় এই ঘোষণা দেন নাসিম।
ব্যাটটি ছিল হাসনাইনের। ম্যাচ শেষে নাসিম জানান, তাঁর ব্যাটটি ভালো ছিল না, হাসনাইনের কাছ থেকে ধার নিয়েছিলেন। তখনো স্ট্রাইক প্রান্তে না যাওয়া হাসনাইন নাসিমকে ব্যাট দিয়ে বলেছিলেন, ‘নাও, সিঙ্গেল নিলে আমাকে আবার ফেরত দিও।’
হাসনাইনকে আর ব্যাটটি ফেরত দিতে হয়নি। টানা দুই বলে ছয় মেরে জয় নিশ্চিত করে ফেলেন নাসিম। ব্যাট নিজের হলেও নাসিমের হাতেই যেহেতু কাজে লেগেছে, ম্যাচ শেষে তাই ব্যাটটি নাসিমকে উপহার দেন হাসনাইন। ছোট্ট ক্রিকেট ক্যারিয়ারের অমূল্য স্মারক হয়ে ওঠা ব্যাটটি এখন দেশের বন্যার্তদের জন্য কাজে লাগাবেন ১৯ বছর বয়সী নাসিম।