১৪ টেস্টে ৭৯ উইকেট। এমন পরিসংখ্যান সঙ্গী করেই নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজটা শুরু করেছিলেন প্রবাত জয়াসুরিয়া। টেস্ট ইতিহাসে মাত্র ৫ জন বোলার ক্যারিয়ারের প্রথম ১৪ টেস্টে এর চেয়ে বেশি উইকেট পেয়েছেন। ৮৮ উইকেট নিয়ে যেখানে সবার ওপরে উনিশ শতকের ইংলিশ পেসার টম রিচার্ডসন। তিনি টেস্টই খেলেছেন ১৪টি।
গলে শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড সিরিজের প্রথম টেস্টের পর জয়াসুরিয়া ওপরে উঠলেন আরেকটু। ওই টেস্টের ৯ উইকেট পেয়েছেন ৩২ বছর বয়সী বোলার। তাতে ক্যারিয়ারের প্রথম ১৫ টেস্টে তাঁর উইকেট হয়ে যায় ৮৮টি। ক্যারিয়ারের প্রথম ১৫ টেস্টে এর চেয়ে বেশি উইকেট আছে মাত্র দুজনের। ৯০ উইকেট নিয়ে সবার ওপরে পাকিস্তানের লেগ স্পিনার ইয়াসির শাহ। ৮৯ উইকেট নিয়ে পরের নামটি উনিশ শতকের ইংলিশ কিংবদন্তি জর্জ লোহম্যানের।
গলে দ্বিতীয় টেস্টেও জয়াসুরিয়া পেলেন ৯ উইকেট। ১৬ টেস্টের ক্যারিয়ারের তাঁর উইকেটের সংখ্যা এখন ৯৭। ক্যারিয়ারের প্রথম ১৬ টেস্টে জয়াসুরিয়ার চেয়ে বেশি উইকেট পেয়েছেন মাত্র একজন—জর্জ লোহম্যান। ইংলিশ মিডিয়াম পেসার প্রথম ১০১ উইকেট পেয়েছিলেন ১৬ টেস্টেই।
প্রথম ১৭ টেস্টের রেকর্ড করতে হলে শ্রীলঙ্কার পরের টেস্টে ১৩ উইকেট নিতে হবে প্রবাত জয়াসুরিয়াকে। রেকর্ড জর্জ লোহম্যানেরই—১৭ টেস্টে ১০৯ উইকেট। এ ছাড়া প্রথম ১৭ টেস্টে ১০০-এর বেশি উইকেট আছে চারজনের—ইয়াসির শাহ (১০২), চার্লি টার্নার (১০১), সিডনি বার্নস (১০১) ও ক্ল্যারি গ্রিমেটের (১০১)।
দুই বছর আগে এই গলেই টেস্ট অভিষেক প্রবাত জয়াসুরিয়ার। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ইনিংসেই ৬টি করে উইকেট পেয়েই টেস্ট অভিষেকে ম্যাচসেরা বোলিংয়ের লঙ্কান রেকর্ড গড়েছিলেন। টেস্ট ইতিহাসেই অবশ্য অভিষেক টেস্ট তাঁর চেয়ে বেশি উইকেট নেওয়ার বোলার মাত্র দুজন। ১৯৭২ সালে অস্ট্রেলিয়ার পেসার বব ম্যাসি ও ১৯৮৮ সালে ভারতের লেগ স্পিনার নরেন্দ্র হিরওয়ানি অভিষেকে পেয়েছিলেন ১৬ উইকেট।
এখন পর্যন্ত খেলা ১৬ টেস্টের অর্ধেকই প্রবাত জয়াসুরিয়া খেলেছেন গল ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে। তবে মোট উইকেট তিন-চতুর্থাংশই এই বাঁহাতি স্পিনার পেয়েছেন ভারত মহাসাগরের তীরে অবস্থিত এই ভেন্যুতে। এখানে খেলা ৮ টেস্টে তাঁর উইকেট ৭১টি।
গলে তাঁর চেয়ে বেশি উইকেট আছে মাত্র দুজনের। ১৫ টেস্টে ১১১ উইকেট নিয়ে সবার ওপরে টেস্টে সবচেয়ে বেশি উইকেটের মালিক মুত্তিয়া মুরালিধরন। ১৯ ম্যাচে ১০২ উইকেট নিয়ে দুইয়ে আরেক লঙ্কান স্পিনার রঙ্গনা হেরাথ।
প্রবাত জয়াসুরিয়া দ্বিতীয় সর্বোচ্চ উইকেট পেয়েছেন কলম্বোর এসএসসি গ্রাউন্ডে। এই মাঠে খেলা ২ টেস্টে তাঁর উইকেট ১০টি। দেশের মাটিতে দুই ভেন্যুতে ১০ টেস্টে ৮১ উইকেট নেওয়া প্রবাত জয়াসুরিয়া দেশের বাইরে ৬ টেস্টে উইকেট পেয়েছেন মোটে ১৬টি। দেশে যেখানে তাঁর বোলিং গড় ২৩.৬৪, দেশের বাইরে সেটি দ্বিগুণের বেশি—৫২.৬২। দেশে ৯ বার ৫ উইকেট নিলেও দেশের বাইরে ইনিংসে ৩ উইকেটের বেশি নিতে পারেননি একবারও।