শুধু এক ম্যাচে দুই ব্যাটসম্যানের জোড়া সেঞ্চুরির বিরল কীর্তিই গড়েননি ধনাঞ্জয়া ডি সিলভা ও কামিন্দু মেন্ডিস, শ্রীলঙ্কার দুই ব্যাটসম্যান ওলট–পালট করেছেন রেকর্ড বইয়ের অনেক পাতা।
১৪৭ বছরের টেস্ট ইতিহাসে মাত্র তৃতীয়বার এক ম্যাচে এক দলের দুই ব্যাটসম্যান জোড়া সেঞ্চুরি পেলেন।
গ্রেগ চ্যাপেল (২৪৭* ও ১৩৩) ও ইয়ান চ্যাপেল (১৪৫ ও ১২১)
অস্ট্রেলিয়া, বিপক্ষ নিউজিল্যান্ড, ভেন্যু ওয়েলিংটন, ১৯৭৪
আজহার আলী (১০৯ ও ১০০*) ও মিসবাহ-উল-হক (১০১ ও ১০১*)
পাকিস্তান, বিপক্ষ অস্ট্রেলিয়া, ভেন্যু আবুধাবি, ২০১৪
ধনাঞ্জয়া ডি সিলভা (১০২ ও ১০৮) ও কামিন্দু মেন্ডিস (১০২ ও ১৬৪)
শ্রীলঙ্কা, বিপক্ষ বাংলাদেশ, ভেন্যু সিলেট, ২০২৪
এ ছাড়া দুই দল মিলিয়ে এক ম্যাচে একাধিক ব্যাটসম্যানের জোড়া সেঞ্চুরির উদাহরণ আছে তিনটি। ১৯৪৭ সালে অ্যাডিলেডে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড আর্থার মরিস ও ডেনিস কম্পটন, ১৯৯১ সালে হ্যামিল্টনে নিউজিল্যান্ডের অ্যান্ড্রু জোন্স ও শ্রীলঙ্কার অশঙ্কা গুরুসিনহা এবং ২০১৪ সালে অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার ও ভারতের বিরাট কোহলি।