ঢাকায় শ্রীলঙ্কা দল, এরপর গন্তব্য সিলেট

বাংলাদেশের বিপক্ষে তিনটি ওয়ানডে ও টি-টোয়েন্টি এবং দুটি টেস্ট খেলতে ঢাকায় এসে পৌঁছেছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। এ দফায় সব মিলিয়ে শ্রীলঙ্কার বহরে এসেছেন ২৭ জন। আজ বিকেলের ফ্লাইটে তাদের ঢাকা থেকে সিলেটে যাওয়ার কথা। সেখানেই হবে টি-টোয়েন্টি সিরিজ।

বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড়দের কয়েকজনও আজ সিলেটে যাবেন। তবে বিপিএলের ফাইনালে যাঁরা খেলছেন, তাঁরা আগামীকালের ম্যাচের পর সিলেটে দলের সঙ্গে যোগ দেবেন।

সিলেটে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি আগামী ৪ মার্চ। পরের দুটি ম্যাচ আগামী ৬ ও ৯ মার্চ।

টি-টোয়েন্টি সিরিজের পর দুই দল যাবে চট্টগ্রামে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি হবে সেখানকার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ১৩, ১৫ ও ১৮ মার্চ হবে সিরিজের তিন ম্যাচ।

এরপর আবার দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি খেলতে দুই দল সিলেটে ফিরবে। ২২ মার্চ শুরু হবে প্রথম টেস্ট। সিরিজের শেষ টেস্টের ভেন্যু জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। সেটি শুরু ৩০ মার্চ।

পূর্ণমেয়াদে দায়িত্ব পাওয়ার পর এটিই হবে বাংলাদেশের নতুন অধিনায়ক নাজমুল হোসেনের প্রথম সিরিজ। এদিকে গতকাল টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কাও