ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকসের বাড়িতে চুরির ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ডারহাম পুলিশ জানিয়েছে, গত রাতে নর্থ ইয়র্কশায়ার থেকে ৩২ বছর বয়সী এক ব্যক্তিকে চোর সন্দেহে গ্রেপ্তার করা হয়। এর পর থেকে জামিনে আছেন তিনি, একই সঙ্গে চলছে তদন্তও।
স্টোকসের বাড়িতে চুরি হয় গত ১৭ অক্টোবর। তখন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক ছিলেন পাকিস্তান সফরে। কয়েকজন মুখোশধারী ব্যক্তি ক্যাসেল ইডেন এলাকায় তাঁর বাড়ি থেকে গয়না ও মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। সে সময় স্টোকসের স্ত্রী ক্ল্যারি, দুই সন্তান লেটন ও লিবি বাড়িতেই ছিলেন। তাঁরা কেউই শারীরিকভাবে আঘাতপ্রাপ্ত হননি, তবে এই ঘটনার মানসিক প্রভাব তাঁদের ওপর পড়েছে।
গত ৩০ অক্টোবর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে স্টোকস এই ঘটনা জানিয়ে পোস্ট করেছিলেন। হারিয়ে যাওয়া জিনিসপত্রের ছবি দিয়ে সেখানে স্টোকস অপরাধীদের খুঁজে বের করা আহ্বান জানিয়েছিলেন।
স্টোকস বলেছিলেন, ‘চুরি হয়ে যাওয়া জিনিসপত্রের ছবি প্রকাশ করছি। আশা করছি, এগুলো হয়তো সহজে চেনা যাবে। এর মাধ্যমে যারা এই ঘটনায় জড়িত, তাঁদের আমরা খুঁজে বের করতে পারব। যদিও আমরা অনেক কাছের সম্পত্তি হারিয়েছি, এসব জিনিস উদ্ধারের জন্য এই ছবিগুলো প্রকাশ করা হয়নি। আমার উদ্দেশ্য, যিনি এই কাজ করেছেন, তাঁকে খুঁজে বের করা।’
স্টোকস আরও বলেছিলেন, ‘সবচেয়ে ভয়ংকর বিষয় হচ্ছে, ঘটনাটি ঘটেছে তখন, যখন আমার স্ত্রী ও ছোট দুটি বাচ্চা বাসায় ছিল। আমার পরিবারের কেউ শারীরিকভাবে আঘাত পায়নি, এটাই স্বস্তি। তবে স্বাভাবিকভাবেই এই ঘটনা তাদের অনুভূতি ও মানসিকভাবে আঘাত করেছে। আমরা এখন ভাবছি, পরিস্থিতি কতটা খারাপ হতে পারত।’