প্রথম মৌসুমেই দারুণ সাড়া ফেলেছিল অ্যামাজন প্রাইমের সিরিজ ‘দ্য টেস্ট’। বল টেম্পারিং-কাণ্ডের পর থেকে জাস্টিন ল্যাঙ্গারের হাত ধরে পরবর্তী ১৮ মাসে অস্ট্রেলিয়ান ক্রিকেটের ঘুরে দাঁড়ানোর যাত্রা দেখানো হয়েছে ভিডিও চিত্রটিতে।
এবার এসেছে ভিডিও চিত্রটির দ্বিতীয় মৌসুম, যেখানে টিম পাইনের অধিনায়কত্ব ছাড়া এবং ল্যাঙ্গারের বিদায়সহ ২০২১-২২ টেস্ট মৌসুমে অস্ট্রেলিয়ান ক্রিকেটের ভেতরের অনেক ঘটনা উঠে এসেছে।
ভিডিও চিত্রটির এক জায়গায় দেখানো হয়েছে, ২০২২ সালে অস্ট্রেলিয়ার শ্রীলঙ্কা সফরের নানা ঘটনা। সেই সিরিজের এক ম্যাচে আউট হওয়ার পর হতাশা ও ক্ষোভে ড্রেসিংরুমে গিয়ে ব্যাট ছুড়ে মারতে দেখা গেছে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ট্রাভিস হেডকে। তবে সেই ঘটনা নিয়ে অনুতপ্ত নন বলে জানিয়েছেন হেড।
ভিডিও চিত্রে ড্রেসিংরুমে ক্ষোভ দেখানো নিয়ে জানতে চাইলে হেড বলেছেন, ‘এটা স্বাভাবিকভাবেই ঘটেছে। আমি এ ঘটনার কোনো কিছু নিয়ে অনুতপ্ত নই। আমি সেখানে ছিলাম খেলার জন্য, ভালো খেলার জন্য। আমি ম্যাচ জেতার জন্য খেলি। চেষ্টা করি নিজের সেরাটা দেওয়ার।’
তবে ২৯ বছর বয়সী এই ব্যাটসম্যান সতীর্থ ক্যামেরুন গ্রিনের ওপর রাগ দেখানো নিয়ে অনুশোচনার কথা বলেছেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টে দুজনের ভুল–বোঝাবুঝিতে রানআউট হয়ে ডাবল সেঞ্চুরি মিস করেছিলেন হেড। সেই ইনিংসে হেড আউট হন ১৭৫ রানে।
তবে শুধু হেডই নন, আরও একাধিক অস্ট্রেলিয়ান ক্রিকেটার নিজেদের বদমেজাজ দেখিয়েছেন। ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ ও নাথান লায়নকেও বিভিন্ন সময় ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে।
পাকিস্তানের উইকেট নিয়ে সরাসরি ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে নাথান লায়নকে। তিনি বলেছেন, ‘আমি যেসব ম্যাচের অংশ ছিলাম, তার মধ্যে এটাই আনুষ্ঠানিকভাবে সবচেয়ে বাজে।’ অন্য এক জায়গায় ওয়ার্নারকে দেয়ালে বোতল ছুড়ে মেরে গালি দিতেও দেখা যায়।