বাংলাদেশের অষ্টম বোলার হিসেবে ওয়ানডে ক্রিকেটে ১০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন তাসকিন আহমেদ। আজ শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে চারিত আসালাঙ্কাকে মুশফিকুর রহিমের ক্যাচ বানিয়ে এই মাইলফলক ছুঁয়েছেন তাসকিন।
ওয়ানডেতে উইকেটের সেঞ্চুরি থেকে মাত্র ২ উইকেট দূরে থেকে চট্টগ্রামে এই ম্যাচ খেলতে নামেন তাসকিন। কুশল মেন্ডিসকে ফিরিয়ে ৯৯তম উইকেটটি নেন তিনি। লঙ্কান অধিনায়ককেও উইকেটের পেছনে মুশফিকের ক্যাচ বানিয়েছেন। এরপর আউট করেন আসালাঙ্কাকে।
তাসকিনের আগে বাংলাদেশের বোলারদের মধ্যে ১০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন আবদুর রাজ্জাক, মোহাম্মদ রফিক, মাশরাফি বিন মুর্তজা, রুবেল হোসেন, সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান ও মেহেদী হাসান মিরাজ।
তাসকিন ১০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন নিজের ৭২তম ওয়ানডেতে। বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে কম ম্যাচে ১০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন মোস্তাফিজ। বাঁহাতি এই পেসার ১০০ উইকেট নিয়েছেন ৫৪ ম্যাচে। দ্বিতীয় দ্রুততম আবদুর রাজ্জাক। বাঁহাতি এই স্পিনার ১০০ উইকেট পেয়েছেন ৬৯ ম্যাচে। বাংলাদেশের সাবেক অধিনায়ক ও পেসার মাশরাফি ৭৮ ম্যাচে নিয়েছেন ১০০ উইকেট।