ভারতের টি-টোয়েন্টি দলে ফিরলেন কোহলি (বাঁয়ে) ও রোহিত
ভারতের টি-টোয়েন্টি দলে ফিরলেন কোহলি (বাঁয়ে) ও রোহিত

এক বছর পর ভারতের টি-টোয়েন্টি দলে রোহিত-কোহলি

এক বছরেরও বেশি সময় পর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফিরলেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের ভারত দলে আছেন দুজনই। রোহিত ফিরেছেন অধিনায়ক হিসেবেই।

২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের কাছে হারা সেমিফাইনালের পর এ সংস্করণে আর খেলেননি রোহিত ও কোহলি। এ বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে দুজনেরই এ সংস্করণের ভবিষ্যৎ নিয়ে গুঞ্জন ছিল।

তবে এ সিরিজের দলে দুজনের থাকায় বিশ্বকাপে খেলা আরেকটু নিশ্চিত হলো তাঁদের। জুনে ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়েতে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এটিই ভারতের শেষ সিরিজ। এ সিরিজের দল ঘোষণার আগে ভারতের প্রধান নির্বাচক অজিত আগারকার দক্ষিণ আফ্রিকায় উড়ে গিয়েছিলেন। ফলে ভারতের বিশ্বকাপ-পরিকল্পনায় তাঁরা যে ভালোভাবে আছেন, সেটি এখন স্পষ্ট।

এক বছরেরও বেশি সময় এ সংস্করণের বাইরে ছিলেন রোহিত ও কোহলি

বিসিসিআইয়ের ঘোষিত ১৬ জনের দলে নেই হার্দিক পান্ডিয়া ও সূর্যকুমার যাদব। রোহিতের অনুপস্থিতিতে ভারতকে বেশির ভাগ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন পান্ডিয়া, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বশেষ দুটি সিরিজে অধিনায়কত্ব করেছিলেন সূর্যকুমার। তবে দুজনকেই চোটের কারণে বিবেচনা করা হয়নি। পান্ডিয়া বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে চোট পাওয়ার পর থেকেই মাঠের বাইরে। অন্যদিকে সূর্যকুমার চোট পেয়েছেন দক্ষিণ আফ্রিকায়। তবে দুজনই মার্চে আইপিএল সুস্থ হয়ে ফিরবেন বলে জানা গেছে।

দক্ষিণ আফ্রিকায় হয়ে যাওয়া টি-টোয়েন্টি সিরিজের দল থেকে আছে বেশ কিছু পরিবর্তন। সূর্যকুমার ছাড়াও এবার দলে নেই রুতুরাজ গায়কোয়াড়, শ্রেয়াস আইয়ার, ঈশান কিষান, মোহাম্মদ সিরাজ ও দীপক চাহার। রোহিত ও কোহলি ছাড়াও ফিরেছেন সঞ্জু স্যামসন, শিবম দুবে, অক্ষর প্যাটেল, আবেশ খান।

১১ জানুয়ারি শুরু হবে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ, পরের দুটি ম্যাচ ১৪ ও ১৭ জানুয়ারি।

আফগানিস্তান সিরিজে ভারতের টি-টোয়েন্টি দল
রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান ভিল, যশস্বী জয়সোয়াল, বিরাট কোহলি, তিলক বর্মা, রিংকু সিং, জিতেশ শর্মা (উইকেটকিপার), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণয়, কূলদীপ যাদব, অর্শদীপ সিং, আবেশ খান ও মুকেশ কুমার।