আগামীকাল শুরু হতে যাওয়া আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট থেকে ছিটকে গেছেন তাসকিন আহমেদ। তিনি সাইড স্ট্রেইনের চোটে ভুগছেন।
আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের সময় চোটে পড়েন তাসকিন। যে কারণে টেস্ট দলের সঙ্গে তাঁকে অনুশীলন করতে দেখা যায়নি। বিসিবির সূত্র জানিয়েছে, সুস্থ হতে তাসকিনের কমপক্ষে দুই সপ্তাহ সময় লাগবে।
চোটের কারণে টেস্ট ক্রিকেটে নিয়মিত হতে পারছেন না তাসকিন। গত বছর ডিসেম্বরে ভারতের বিপক্ষে মিরপুর টেস্ট দিয়ে লাল বলের ক্রিকেটে ফিরেছিলেন। এর আগে ৭ মাস চোটের কারণে টেস্ট খেলা হয়নি এই ডানহাতি পেসারের। এবার চোটের কারণে আরও একটি টেস্ট ম্যাচ খেলা হলো না তাঁর।
আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন তাসকিন। ৩ ম্যাচে তাঁর শিকার ৮ উইকেট, ইকনোমি রেট ৭.১০। ওয়ানডে সিরিজেও তাসকিন ছিলেন দারুণ ছন্দে। ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে ২ ইনিংসে বল করে ৫ উইকেট শিকার করেন।