কয়েক দিনের ব্যবধানে আবারও ক্রিকেট মাঠে মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। এশিয়া কাপে প্রথম দেখায় টান টান উত্তেজনায় ম্যাচে শেষ পর্যন্ত ভারত জয় তুলে নিয়েছিল। সে ম্যাচে ব্যাট হাতে হার্দিক পান্ডিয়ার পাশাপাশি জ্বলে উঠেছিলেন রবীন্দ্র জাদেজাও, করেছিলেন ২৯ বলে ৩৫ রান।
তবে হাঁটুর চোট জাদেজাকে এশিয়া কাপ তো বটেই অক্টোবরে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকেও ছিটকে দিয়েছে। তাই জাদেজার জায়গায় অন্য কাউকে ভাবতে হবে রোহিত শর্মাকে। একাদশে আসতে পারেন জাদেজার জায়গাতে?
জাদেজার বদলে ডাক পেয়েছেন অক্ষর প্যাটেল। স্বাভাবিকভাবেই তাঁর খেলার সম্ভাবনাই বেশি থাকবে। ভারতের সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ দুই ম্যাচে জাদেজার জায়গাতেই খেলেছিলেন অক্ষর।
শেষ টি-টোয়েন্টি ম্যাচে তিন ওভারে ১৫ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছিলেন এ অলরাউন্ডার। তাই বলতে হয় পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে বেশ ফর্মেই আছেন অক্ষর। জাদেজার মতো ব্যাট হাতে ততটা নির্ভরযোগ্য না হলেও শেষ দিকে নেমে ক্যামিও খেলতে পারেন তিনি। তাই ফর্মে থাকা এ ক্রিকেটারকে নিয়ে বাজি ধরতেই পারে ভারত।
শঙ্কা আছে পেসার আবেশ খানকে নিয়েও। সংবাদমাধ্যমের খবর, জ্বরে আক্রান্ত আবেশ। অসুস্থ থাকায় ম্যাচের আগে অনুশীলনে বোলিংও করেননি আবেশ। তাঁর জায়গায় দেখা যেতে পারে স্পিন বোলিং অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিনকে।
ব্যাটিং লাইনআপে পরিবর্তন না আসার সম্ভাবনাই বেশি ভারতের। লোকেশ রাহুল পাকিস্তানের বিরুদ্ধে গ্রুপ পর্বের ম্যাচে শূন্য রানে আউট হয়েছেন। দ্বিতীয় ম্যাচে তিনি হংকংয়ের বিপক্ষে ৩৯ বলে ৩৬ রান। তারপরও ওপেনিংয়ে দেখা যেতে পারে তাঁকেই। হংকংয়ের বিপক্ষে ম্যাচে হার্দিক পান্ডিয়া বিশ্রামে ছিলেন।
পাকিস্তানের বিপক্ষে নিশ্চিতভাবেই ফিরছেন তিনি। সে ক্ষেত্রে তাঁকে জায়গা ছেড়ে দিতে হতে পারে ঋষভ পন্তকে। কারণ, ফিনিশার হিসেবে পন্তের চেয়ে কার্তিককেই প্রথম পছন্দ ভারতের। সবাইকে ছাপিয়ে দীপক হুদাকে নিয়েও বাজি ধরতে পারে ভারত।