হাথুরুসিংহে বাংলাদেশ ক্রিকেট নিয়ে তাঁর ভাবনাগুলো জানিয়েছেন
হাথুরুসিংহে বাংলাদেশ ক্রিকেট নিয়ে তাঁর ভাবনাগুলো জানিয়েছেন

হাথুরুসিংহে কী চান, জানলেন ল-হেম্পরা

জাতীয় দলের অনুশীলন নেই। এশিয়া কাপের দলে থাকা ক্রিকেটাররা দুই দিনের বিশ্রাম শেষে আগামীকাল অনুশীলনে ফেরার কথা। বাংলাদেশ দলের কোচিং স্টাফের সদস্যরাও তাই ছিলেন ছুটিতে। ব্যতিক্রম শুধু প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। তিনি ছুটির দিনটা কাটালেন বিসিবির অন্যান্য বিভাগের কোচদের সঙ্গে বৈঠক করে।

আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ে তিনি অনূর্ধ্ব-১৯ দলের স্টুয়ার্ট ল, বিসিবি হাই পারফরম্যান্স বিভাগের ডেভিড হেম্প ও বাংলাদেশ টাইগার্সের জেমি সিডন্সের সঙ্গে বৈঠক বসেন। এ ছাড়া বিসিবির বেতনভুক্ত অন্যান্য বিদেশি ও স্থানীয় কোচরাও ছিলেন হাথুরুসিংহের সভায়। ছিলেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস ও বিসিবির হেড অব প্রোগ্রামস ডেভিড মুর।

সেখানে হাথুরুসিংহে বাংলাদেশ ক্রিকেট নিয়ে তাঁর ভাবনাগুলোকে প্রেজেন্টেশনের মাধ্যমে কোচদের দেখান। সভার জাতীয় দল থেকে শুরু করে বয়সভিত্তিক ক্রিকেট পর্যন্ত কোচিং রূপরেখা যেন একই রকম হয়, এ নিয়ে আলোচনা হয়েছে।

এবার বাংলাদেশ ‘এ’ দল ও বাংলাদেশ টাইগার্সের কোচের দায়িত্বে থাকা জেমি সিডন্সও ছিলেন বৈঠকে

এ ব্যাপারে জালাল ইউনুস মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমরা আগেই বলেছিলাম, জাতীয় দল থেকে শুরু করে একদম বয়সভিত্তিক ক্রিকেট পর্যন্ত কোচিং পদ্ধতিটা যেন একই ধরনের থাকে। নতুন কয়েকজন কোচ এসেছেন, রিহ্যাব সেন্টারের নতুন ফিজিও এসেছেন। সবাই এখানে উপস্থিত ছিলেন।’

সভায় বাংলাদেশ ক্রিকেটের কোচিংয়ের ধরন নিয়েও আলোচনা হয়েছে। ক্রিকেটারদের কীভাবে গড়ে তুলতে হবে, এটাও ছিল আলোচ্য বিষয়গুলোর একটি। জাতীয় দলে কী ধরনের ক্রিকেটার দরকার, সেটা নিয়েই কোচদের সঙ্গে কথা বলেছেন হাথুরুসিংহে। সেখানে শীর্ষ পর্যায়ে পেস বোলিং অলরাউন্ডার ও লেগ স্পিনারের অভাবের বিষয়টিও এসেছে।