পার্থে শুরু হচ্ছে অস্ট্রেলিয়া–ভারত বোর্ডার–গাভাস্কার ট্রফি
পার্থে শুরু হচ্ছে অস্ট্রেলিয়া–ভারত বোর্ডার–গাভাস্কার ট্রফি

অস্ট্রেলিয়া-ভারত সিরিজ: যা কিছু জানার আছে

রাত পোহালেই শুরু পার্থ টেস্ট। জিবে জল আনা টেস্ট লড়াইয়ে মুখোমুখি অস্ট্রেলিয়া ও ভারত। দুই দল এবার খেলবে পাঁচটি টেস্ট। সেই লড়াইয়ে শুরুর আগে জানার আছে যা কিছু—

এক নজরে

১২-১০
সিরিজের জয়ের হিসাবে ভারতের বিপক্ষে ১২-১০ ব্যবধানে এগিয়ে অস্ট্রেলিয়া। দুই দল একাধিক ম্যাচের সিরিজ খেলেছে ২৭ বার।
১৯৯৬ সালের পর সিরিজ জয়ের হিসাবে এগিয়ে ভারত। এই সময়ে দুই দল সিরিজ খেলেছে ১৫টি।

সর্বশেষ চারটি সিরিজই জিতেছে ভারত। অস্ট্রেলিয়া টানা তিনবারের বেশি ভারতকে হারাতে পারেনি।

২০০১ সালে ইডেন গার্ডেনে অস্ট্রেলিয়াকে অবিশ্বাস্যভাবে হারিয়ে ফলো–অনে করেও টেস্ট জেতার তৃতীয় উদাহরণ গড়ে ভারত।

আরেকটি বিরল ঘটনার সাক্ষীও ভারত-অস্ট্রেলিয়া টেস্ট লড়াই। ১৯৮৬ সালে চেন্নাইয়ে ‘টাই’ হয় দুই দলের টেস্ট। টেস্ট ইতিহাসে যা দ্বিতীয় ও সর্বশেষ ঘটনা।

৩৬
২০২০ সালে অ্যাডিলেডে দ্বিতীয় ইনিংসে ৩৬ রানে অলআউট হয় ভারত। টেস্টে ভারতের সর্বনিম্ন দলীয় ইনিংস এটিই।

৩২৯*

ভারত-অস্ট্রেলিয়া টেস্ট লড়াইয়ে ব্যক্তিগত সর্বোচ্চ মাইকেল ক্লার্কের, ২০১২ সালে সিডনিতে। ভারতের সর্বোচ্চ ২৮১, ২০০১ সালে কলকাতায় ভিভিএস লক্ষ্ণণের সেই মহাকাব্যিক ইনিংস।

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে ৩৬৩০ রান শচীন টেন্ডুলকারের। অস্টেলিয়া-ভারত সিরিজে যা সর্বোচ্চ। ২৫৫৫ রান নিয়ে দুইয়ে রিকি পন্টিং।
১২১

বোর্ডার-গাভাস্কার ট্রফিতে সবচেয়ে বেশি উইকেট অস্ট্রেলিয়ার অফ স্পিনার নাথান লায়নের। এ ছাড়া ১০০–এর বেশি উইকেট আছে ভারতের রবিচন্দ্রন অশ্বিন (১১৪) ও অনিল কুম্বলের (১১১)।

৯/৬৯

১৯৫৯ সালে কানপুরে ইনিংসে ৯ উইকেট নিয়েছিলেন ভারতের অফ স্পিনার জেসু প্যাটেলের। ৮ উইকেট নেওয়ার ঘটনা আছে ৬টি।