ইংল্যান্ডের কাছে হেরে যাওয়া ম্যাচে মাঠেই একটি শাস্তি পেতে হয়েছে বাংলাদেশ দলকে। স্লো ওভার রেটের কারণে শেষ ২ ওভারে ৩০ গজ বৃত্তের বাইরে ১ জন ফিল্ডার কম রাখতে পেরেছে। এ তো গেল মাঠের শাস্তি হারের পর সাকিব আল হাসানদের গুনতে হচ্ছে জরিমানাও।
নির্ধারিত সময়ে ১ ওভার বোলিং কম করেছে বাংলাদেশ দল। এ কারণে বাংলাদেশ দলকে ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়েছে। আইসিসি এমিরেটস প্যানেলের ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথ সাকিবদের এ জরিমানা করেছেন।
বাংলাদেশের অধিনায়ক সাকিব শাস্তি মেনে নেওয়ায় আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন পড়েনি। ইংল্যান্ডের কাছে কাল এবারের বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ১৩৭ রানে হেরেছে বাংলাদেশ।