ফ্র্যাঞ্চাইজি লিগে শিরোপার অপূর্ণতা এবারও ঘুচল না মুশফিকের
ফ্র্যাঞ্চাইজি লিগে শিরোপার অপূর্ণতা এবারও ঘুচল না মুশফিকের

এবারও ঘুচল না মুশফিকের অপূর্ণতা

বাংলাদেশ প্রিমিয়ার লিগ, লঙ্কান প্রিমিয়ার লিগ, পাকিস্তান সুপার লিগ—তিনটি ফ্র্যাঞ্চাইজি লিগে এর আগে খেলেছেন মুশফিকুর রহিম। কিন্তু জিততে পারেননি কোনো শিরোপা। আফগানিস্তান প্রিমিয়ার লিগে দল পেলেও সেখানে খেলেননি।

এবার খেলেছেন জিম আফ্রো টি-১০ ফ্র্যাঞ্চাইজি লিগে। আজ জোহানেসবার্গ বাফেলোসের হয়ে ফাইনাল ম্যাচের একাদশে ছিলেন না মুশফিক। জিততে পারেনি তাঁর দলও। ডারবান কালান্দার্সের কাছে হেরে গেছে ৮ উইকেটে। তাই ফ্র্যাঞ্চাইজি লিগে শিরোপা–খরা আর কাটানো হলো না বাংলাদেশের উইকেটকিপার-ব্যাটসম্যানের।

টসের আগে ট্রফি নিয়ে দুই দলের অধিনায়ক ছবির জন্য পোজ দেন

ফাইনালের আগে জোহানেসবার্গের ৮টি ম্যাচ খেলেছেন মুশফিক। দুটি ম্যাচে ব্যাট করার সুযোগ পাননি। বাকি ৬ ম্যাচে করেছেন ৪৬*, ১৯, ১৬*, ১৮*, ১৩* ও ১৪*। আজ ফাইনালে ডারবানের বিপক্ষে অবশ্য সুযোগ হয়নি দলে।

টস হেরে ১০ ওভারের ম্যাচে আগে ব্যাটিং করে ৪ উইকেটে ১২৭ রান করে মুশফিকের দল জোহানেসবার্গ। দলের পক্ষে ১৭ বলে সর্বোচ্চ ৩৬ রান করেন ওপেনার টম ব্যান্টন। আরেক ওপেনার পাকিস্তানের সাবেক অধিনায়ক মোহাম্মদ হাফিজ ১৩ বলে করেন দ্বিতীয় সর্বোচ্চ ৩২ রান।

রান তাড়ায় তৃতীয় ওভারের পঞ্চম বলে প্রথম উইকেট হারায় ডারবান। তবে এই সময়ের মধ্যে ৩৩ রান তুলে ফেলে তারা। দলীয় ৭৬ রানে আউট হন আন্দ্রে ফ্লেচারও। এরপর অবশ্য আর কোনো উইকেট পড়তে না দিয়ে ৪ বল হাতে রেখে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন হজরতউল্লাহ জাজাই ও আসিফ আলী। জাজাই ২২ বলে ৪৩ রান আর আসিফ আলী ৯ বলে ২১ রান করে অপরাজিত ছিলেন।