২০১৬ সালের পর প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে আসছে ইংল্যান্ড
২০১৬ সালের পর প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে আসছে ইংল্যান্ড

ইংল্যান্ডে দেখা যাবে তো বাংলাদেশ-ইংল্যান্ড খেলা

ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের নিয়মিত অনেক খেলোয়াড়কে ছাড়াই বাংলাদেশ সফরে আসবে ইংল্যান্ড দল। কেউ চোটের কারণে থাকছেন না, কেউ ব্যস্ত থাকবেন টেস্ট আর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে। তারপরও দুই সংস্করণে বেশ শক্তিশালী বাংলাদেশ সফরের ইংল্যান্ড দল।

তবে ইংল্যান্ডের আসন্ন বাংলাদেশ সফরের ম্যাচগুলো সে দেশের দর্শকেরা ও ইংল্যান্ডপ্রবাসী বাংলাদেশি ক্রিকেটপ্রেমীরা দেখতে পারবেন কি না, তা নিয়ে সংশয় যথেষ্ট। ইংল্যান্ডের টেলিগ্রাফ পত্রিকার এক প্রতিবেদনে জানানো হয়েছে, এখন পর্যন্ত যুক্তরাজ্যের কোনো টেলিভিশন বা রেডিও এই সফরের সম্প্রচার স্বত্ব কেনেনি।

প্রায় সাত বছর পর ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশে আসবে ইংল্যান্ড দল। খেলবে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি। এই সফরের জন্য এরই মধ্যে দুই সংস্করণের দল ঘোষণা করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

সিরিজে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে ইংল্যান্ড

তবে সিরিজের খেলা দেখানোর ব্যাপারে ইংল্যান্ডের টেলিভিশন ও রেডিওগুলোর মধ্যে এখনো খুব একটা আগ্রহ দেখা যাচ্ছে না। টেলিগ্রাফ মূলত এর পেছনে দু–একটা কারণ অনুমান করছে। প্রথমত, অ্যালেক্স হেলস, জো রুট, স্যাম বিলিংসসহ অনেক তারকা ক্রিকেটার থাকছেন না এবারের বাংলাদেশ সফরে। চোটের কারণে দলে নেই জনি বেয়ারস্টো ও লিয়াম লিভিংস্টোনও। আর একটা কারণ হতে পারে দ্বিপক্ষীয় এই সিরিজ সম্প্রচার করাটা যথেষ্ট লাভজনক মনে করছে না সম্প্রচার সংস্থাগুলো।  

তবে টেলিগ্রাফ লিখেছে, শেষ মুহূর্তে কোনো সম্প্রচার চুক্তি হয়েও যেতে পারে। তখন হয়তো ইংল্যান্ডের দর্শকদের এ সিরিজ দেখা থেকে বঞ্চিত হতে হবে না। টেলিভিশন ও রেডিওর সম্প্রচার স্বত্ব কেনার ব্যাপার যথাক্রমে স্কাই স্পোর্টস ও টকস্পোর্ট এগিয়ে আছে বলে মনে করা হচ্ছে। এ দুটি প্রতিষ্ঠান শেষ মুহূর্তে কম মূল্য সম্প্রচার স্বত্ব কেনার অপেক্ষায় আছে বলে মনে করছে টেলিগ্রাফ।

২৪ ফেব্রুয়ারি ইংল্যান্ড দল ঢাকায় আসার পর আগামী ১ মার্চ শুরু হবে ওয়ানডে সিরিজ। পরের দুই ম্যাচ হবে ৩ ও ৬ মার্চ। টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচ হবে ৯, ১২ ও ১৪ মার্চ। প্রথম দুটি ওয়ানডে ঢাকায়। শেষ ওয়ানডে ও প্রথম টি-টোয়েন্টি হবে চট্টগ্রামে। শেষ দুটি টি-টোয়েন্টি হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে।
বাংলাদেশে ইংল্যান্ড সিরিজের খেলাগুলো সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি ও টি-স্পোর্টস।