ভারত–অস্ট্রেলিয়া ম্যাচের এই মুহূর্ত ঘিরে চলছে বিতর্ক
ভারত–অস্ট্রেলিয়া ম্যাচের এই মুহূর্ত ঘিরে চলছে বিতর্ক

এলবিডব্লু না দেওয়ায় ক্ষুব্ধ ভারত, নিয়ম কী বলছে

শারজায় গতকাল রাতে নারী টি–টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৯ রানে হেরে গেছে ভারত। এ হারে হারমানপ্রীত–মান্ধানাদের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা ফিকে হয়ে গেছে।

ভারতের ভাগ্য এখন চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের হাতে। দুবাইয়ে আজ রাতে নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তান ছোট ব্যবধানে জিতলেই কেবল শেষ চারে উঠতে পারে ভারত।

যদিও ভারতীয় নারী দল ও দেশটির বেশ কয়েকটি সংবাদমাধ্যমের দাবি, অস্ট্রেলিয়ার ব্যাটার ফোবি লিচফিল্ডকে এলবিডব্লু না দেওয়াতেই হেরে গেছে ভারত। এ জন্য দায়ী করা হচ্ছে টিভি আম্পায়ার জ্যাকলিন উইলিয়ামসকে। মাঠের আম্পায়ার সু রেডফার্ন লিচফিল্ডকে আউট দিলেও রিভিউ নিয়ে বেঁচে যান তিনি।

অস্ট্রেলিয়ার কাছে হারের পর ভারতের সেমিফাইনালে ওঠার সমীকরণ আর নিজেদের হাতে নেই

টস জিতে আগে ব্যাটিংয়ে নামা অস্ট্রেলিয়ার ইনিংসে ১৭তম ওভার করতে আসেন দীপ্তি শর্মা। স্ট্রাইক প্রান্তে থাকা লিচফিল্ডের তখন ১ বলে ১ রান। দীপ্তির ওভারের প্রথম বলেই চার মারেন বাঁহাতি ব্যাটার লিচফিল্ড।

দীপ্তি পরের বলটা করেন লেগ স্টাম্পের একটু বাইরে। এই বলে সুইচ হিটে বড় শট খেলতে যান লিচফিল্ড। কিন্তু বল তাঁর প্যাডে লাগলে এলবিডব্লুর জোরালো আবেদন করেন ভারতীয় মেয়েরা। সেই আবেদনে সাড়া দেন মাঠের আম্পায়ার রেডফার্ন।

তবে লিচফিল্ড সঙ্গে সঙ্গে রিভিউ নেন। আলট্রাএজে দেখা যায়, বল তাঁর ব্যাটে লাগেনি। এরপর হক–আই প্রযুক্তির মাধ্যমে দেখা যায়, বলটা লেগ সাইডের বাইরে পড়েছে। বল লেগ স্টাম্পের বাইরে পিচড করলে ‘ইমপ্যাক্ট’ ও ‘উইকেট হিটিং’ পর্যন্ত যাওয়ার প্রয়োজন পড়ে না। টিভি আম্পায়ার সরাসরি নট আউটের সিদ্ধান্ত জানিয়ে দেন।

ওই ম্যাচে টিভি আম্পায়ারের দায়িত্বে থাকা ওয়েস্ট ইন্ডিজের জ্যাকলিন উইলিয়ামসও মাঠের আম্পায়ার রেডফার্নের সিদ্ধান্ত বদলে লিচফিল্ডকে নট আউট দিয়েছেন।

রিভিউ নিয়ে বেঁচে যাওয়া লিচফিল্ড ৯ বলে ১৫ রানে অপরাজিত ছিলেন

কিন্তু লিচফিল্ড সুইচ হিট করার সময় স্বাভাবিকভাবেই বাঁহাতি থেকে ডানহাতি ব্যাটার হয়ে গিয়েছিলেন। তাই ভারতীয় দল ভেবেছিল, সিদ্ধান্ত জানানোর ক্ষেত্রে লিচফিল্ডকে ডানহাতি বিবেচনা করা হবে এবং বল পিচিংয়ের পর ইমপ্যাক্ট ও উইকেট হিটিংও দেখা হবে। টিভি রিপ্লে দেখে মনেও হয়েছে, দীপ্তির বলটা স্টাম্পে আঘাত হানত।

তবে টিভি আম্পায়ার লিচফিল্ডকে নট আউট দিলে হারমানপ্রীতের দলকে হতাশ হতে হয়। টিভি আম্পায়ারের এই সিদ্ধান্ত নিয়ে মাঠের আম্পায়ার রেডফার্নের সঙ্গে কিছুক্ষণ তর্কও জুড়ে দেন হারমানপ্রীত–মান্ধানারা। শেষ পর্যন্ত লিচফিল্ড আরও ১০ রান যোগ করে অস্ট্রেলিয়ার সংগ্রহ ১৫০–এর ওপারে নিয়ে যান। পরে ভারত ৯ রানে হেরে যাওয়ায় এ নিয়ে আলোচনার ঝড় ওঠে।

আইন কী বলছে?

ক্রিকেটের আইনপ্রণেতা মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) নিয়মাবলির ৩৬.৩ ধারায় এ ধরনের আউট নিয়ে ব্যাখা করা হয়েছে। নিয়ম অনুযায়ী, টিভি আম্পায়ার জ্যাকলিন উইলিয়ামসের সিদ্ধান্তই সঠিক। এই ধারায় বলা হয়েছে, বল যখন বোলারের হাত থেকে বের হয়, সেই সময় ব্যাটারের ব্যাটিং পজিশন কী ছিল, সেটার ওপর নির্ভর করবে তাঁর অফ সাইড কোনটা হবে।

আইন অনুযায়ী, টিভি আম্পায়ারের সিদ্ধান্তই সঠিক ছিল

দীপ্তি তাঁর হাত থেকে বল ছাড়ার পর লিচফিল্ড সুইচ হিট করেন বা বাঁহাতি থেকে ডানহাতি হয়ে যান। অর্থাৎ, বলটা লেগ স্টাম্পের বাইরে পিচ করেছিল। তাই নিয়ম অনুযায়ী লিচফিল্ড নট আউট।