আনুষ্ঠানিক ঘোষণা এসেছে গতকাল রাতেই। বাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচের দায়িত্ব নিয়েছেন মোহাম্মদ সালাউদ্দিন।
নতুন দায়িত্ব পেয়ে আজ কাজেও নেমে পড়েছেন সালাউদ্দিন। দুপুরে বাংলাদেশ দলের অনুশীলন জার্সিতে তাঁকে দেখা গেছে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ইনডোরে।
ইনডোরে টেস্ট দলের ওপেনার মাহমুদুল হাসানের সঙ্গে ব্যাটিং নিয়ে কাজ করেছেন সালাউদ্দিন। এ মাসেই শুরু হতে যাওয়া ওয়েস্ট ইন্ডিজ সফরে জাতীয় দলের সঙ্গী হবেন সালাউদ্দিন। ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশ দল দুটি টেস্ট, দুটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে।
সালাউদ্দিনের চুক্তির মেয়াদ আপাতত ২০২৫ সালের ১৫ মার্চ পর্যন্ত। বেতন মাসে ৮ থেকে ৯ লাখ টাকা। এর আগে ২০০৬ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত বাংলাদেশ দলের ফিল্ডিং কোচ ও সহকারী কোচের দায়িত্ব পালন করেন সালাউদ্দিন। ২০১০-১১ সালে তিনি ছিলেন বিসিবির একাডেমির বিশেষজ্ঞ কোচ। ২০১৪ সালে সিঙ্গাপুর দলের কোচ হিসেবে নিয়োগ পান তিনি।
সালাউদ্দিনকে সহকারী কোচ করা প্রসঙ্গে কাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেছেন, ‘বিসিবি সভাপতির দায়িত্ব নেওয়ার পর আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম যে যোগ্য প্রার্থীদের (স্থানীয় কোচ) জাতীয় দলে আনা হবে। কোচ হিসেবে সালাউদ্দিনের অভিজ্ঞতা, যোগ্যতা এবং জ্ঞান তাঁকে এই পদের জন্য আদর্শ প্রার্থী করে তুলেছে। আমি মনে করি, যোগ্য বাংলাদেশি কোচদের প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসার এটাই সময়।’