ভারতের সাবেক ক্রিকেটার যুবরাজ সিং
ভারতের সাবেক ক্রিকেটার যুবরাজ সিং

টি–টোয়েন্টি বিশ্বকাপে যে চার দলকে সেমিফাইনালে দেখছেন যুবরাজ

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর ৩৪ দিন বাকি। বিশ্বকাপের স্কোয়াড এখনো দিতে শুরু করেননি কোচরা। কিন্তু এরই মধ্যে শুরু হয়ে গেছে টুর্নামেন্টের ফেবারিট নির্বাচন। গতকাল এই কাজটা করেছেন ভারতের সাবেক অলরাউন্ডার যুবরাজ সিং।

ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা...এই মুহূর্তে টি-টোয়েন্টিতে দারুণ ছন্দে আছে বেশ কয়েকটি দল। এর মধ্যে চারটি দল বেছে নেওয়া সহজ নয়। কঠিন সেই কাজটিই করেছেন যুবরাজ, বেছে নিয়েছেন সেমিফাইনালের চার ফেবারিট দল।

২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের শিরোপা জয়ে বড় ভূমিকা রাখা যুবরাজকে গতকাল এবারে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে ১ জুন থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপের শুভেচ্ছাদূত করেছে আইসিসি। এর আগে তারা শুভেচ্ছাদূত করেছে ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটার ক্রিস গেইল ও স্প্রিন্ট কিংবদন্তি জ্যামাইকান উসাইন বোল্টকে।

যুবরাজকে শুভেচ্ছাদূত হিসেবে নিয়োগ দেওয়ার পর আইসিসির ইনস্টাগ্রামে এক প্রশ্নোত্তর পর্বে যুবরাজকে জিজ্ঞেস করা হয়েছিল, এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে চার সেমিফাইনালিস্ট কারা হবে বলে মনে করেন তিনি।

যুবরাজ এর উত্তরে স্বাগতিক ও টি-টোয়েন্টি বিশ্বকাপের দুবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে রাখেননি। তাহলে কোন চারটি দলকে বেছে নিয়েছেন যুবরাজ? শোনা যাক তাঁর কণ্ঠেই, ‘ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, পাকিস্তান।’ এই চার দলকে কেন ফেবারিট মনে করছেন, এর ব্যাখ্যা অবশ্য দেননি যুবরাজ।