সিলেটে আয়ারল্যান্ডকে ১০ উইকেটে হারিয়েছে বাংলাদেশ
সিলেটে আয়ারল্যান্ডকে ১০ উইকেটে হারিয়েছে বাংলাদেশ

বাংলাদেশ-আয়ারল্যান্ড তৃতীয় ওয়ানডে

১০ উইকেট ও ২২১ বল বাকি রেখে বাংলাদেশের জয়

১০ উইকেটের স্মরণীয় জয়

ম্যাচটি হবে কি না, টসের কিছুক্ষণ আগপর্যন্তও সেটি নিয়ে ছিল অনিশ্চয়তা। সিলেটের আবহাওয়া ছিল এমন অনিশ্চিতই। শেষ পর্যন্ত নির্ধারিত সময়েই শুরু হয়েছে সব কিছু। ম্যাচটি শেষ হতেও সময় লাগল না খুব একটা!

হাসান মাহমুদের ৫ উইকেটের তোপে ১০১ রানেই গুটিয়ে যাওয়া আয়ারল্যান্ডকে শেষ পর্যন্ত ১০ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। ওয়ানডে সিরিজ তামিম ইকবালের দল জিতেছে ২-০ ব্যবধানে।

ওয়ানডেতে ১০ উইকেটের ব্যবধানে বাংলাদেশের এটি প্রথম জয়। এর আগে বাংলাদেশ পেসাররা প্রথমবারের মতো নেন প্রতিপক্ষের ১০ উইকেট।

আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সিরিজটি শুরু হয়েছিল নিজেদের রেকর্ড সংগ্রহ গড়ার মধ্য দিয়ে। শেষটাও হলো রেকর্ড জয় দিয়েই।

শেষ ম্যাচে কীভাবে আইরিশদের উড়িয়ে দিল বাংলাদেশ, সেটি পড়ুন নিচে—

টস

সকালে একাধিকবার বৃষ্টি হয়েছে সিলেটে, যদিও এ মুহূর্তে রোদ উঠেছে। নির্ধারিত সময়েই হয়েছে টস। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আয়ারল্যান্ড অধিনায়ক অ্যান্ডি বলবার্নি।

প্রথম দুই ম্যাচ স্থানীয় সময় দুপুর ২টায় শুরু হলেও এ ম্যাচ শুরু হচ্ছে দুপুর ২-৩০ মিনিটে। আজ থেকে পবিত্র রমজান মাস শুরু হওয়ার সম্ভাবনা ছিল বলে নেওয়া হয়েছিল এমন সিদ্ধান্ত।

ফিরলেন মিরাজ

সিরিজ শুরুর আগে অনুশীলনে ফুটবল খেলতে গিয়ে চোখে আঘাত পেয়েছিলেন মেহেদী হাসান মিরাজ, প্রথম দুই ম্যাচে এরপর খেলেননি তিনি। সিরিজের শেষ ম্যাচে দলে ফিরেছে এ অলরাউন্ডার। তাঁকে জায়গা করে দিয়েছেন ব্যাটসম্যান ইয়াসির আলী। বাংলাদেশ দলে এই একটি পরিবর্তন।

বাংলাদেশ একাদশ

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, ইবাদত হোসেন ও নাসুম আহমেদ।

অপরিবর্তিত আয়ারল্যান্ড

শেষ ম্যাচের একাদশ থেকে কোনো পরিবর্তন নেই আয়ারল্যান্ড দলে।

আয়ারল্যান্ড একাদশ

অ্যান্ড্রু বলবার্নি (অধিনায়ক), মার্ক এডেয়ার, কার্টিস ক্যাম্ফার, জর্জ ডকরেল, স্টিফেন ডোহেনি, গ্রাহাম হিউম, ম্যাথু হামফ্রিস, অ্যান্ড্রু ম্যাকব্রাইন, পল স্টার্লিং, হ্যারি টেক্টর, লরকান টাকার।

১-০, ১-০, ?

প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচেও রেকর্ড সংগ্রহ গড়েছিল স্বাগতিকেরা, তবে বৃষ্টির কারণে দ্বিতীয় ইনিংসে হতে পারেনি একটি বলও। আজ বাংলাদেশের সুযোগ আরেকটি সিরিজ জয়ের, আইরিশদের সুযোগ সিরিজে সমতা ফেরানোর। হবে কোনটি?

সতর্ক শুরু ডোহেনি ও আয়ারল্যান্ডের

প্রথম ৩ ওভারের সবকটি বলই খেলেছেন স্টিফেন ডোহেনি। হাসান মাহমুদের করা প্রথম ওভারের শেষ বলে ট্রিপল নেওয়ার পর তাসকিন আহমেদের প্রথম ওভারের শেষ বলে সিঙ্গেল নিয়েছিলেন। হাসানের দ্বিতীয় ওভার অবশ্য গেছে মেডেন। মুখোমুখি দ্বিতীয় বলে তাসকিনকে কাভার ড্রাইভে চার মেরেছেন পল স্টার্লিং, তবে এর আগে-পরে রান নিতে পারেননি কোনো। উইকেটে মুভমেন্ট আছে, বাংলাদেশের দুই পেসার এখন পর্যন্ত অবশ্য উইকেট নেওয়ার মতো লেংথ খুঁজে পাননি...

৪ ওভারে আয়ারল্যান্ড তুলেছে ৮ রান।

এবং সফল হাসান

...সেই লেংথটা খুঁজে পেলেন হাসান! অফ স্টাম্পের বাইরে গুডলেংথের বলটা শেষ মুহুর্তে একটু ঘুরে গেছে, লাইন ধরে রাখবে ভেবে ব্যাট বাড়িয়ে খেলতে গিয়ে আউটসাইড-এজড হয়েছেন ডোহেনি। পঞ্চম ওভারে বাংলাদেশের প্রথম সাফল্য, ১২ রানে নেই আয়ারল্যান্ডের প্রথম উইকেট।

পঞ্চম ওভারে স্টিফেন ডোহেনিকে ফেরান হাসান মাহমুদ

সিলেটের ক্রিকেটে দ্বন্দ্ব

রেলিগেশন লিগসহ প্রিমিয়ার ক্রিকেট লিগ আয়োজনের দাবিতে পেশাদার ক্রিকেটাররা বর্জন করেছেন সিলেটের লিগ। দাবি না মেনে জেলা ক্রীড়া সংস্থা লিগ চালিয়েছে দায়সারাভাবে। ক্রিকেটারদের সঙ্গে তাঁদের বিরোধে হযবরল অবস্থা জেলার ক্রিকেটের। এ নিয়ে মোহাম্মদ জুবাইর-এর দুই পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ পড়ুন দ্বিতীয় ও শেষ পর্ব—

হাসানের শিকার স্টার্লিং-ও

রড টাকারের সিদ্ধান্ত রিভিউ করারও প্রয়োজন মনে করলেন না পল স্টার্লিং, সোজা হাঁটা দিলেন ড্রেসিংরুমের দিকে। হাসান মাহমুদের লেংথ থেকে ভেতরের দিকে ঢোকা বলের লাইন মিস করে গেছেন স্টার্লিং, হয়েছেন এলবিডব্লু। এর আগে তাসকিনের বলে এজড হয়েছিলেন, ব্যাকওয়ার্ড পয়েন্টে ডাইভ দিয়ে হাত লাগালেও তাঁর ক্যাচটি নিতে পারেননি মিরাজ। স্টার্লিং সেবার বাঁচলেও এবার আর বাঁচলেন না। বল ট্র্যাকিং দেখিয়েছে, মিডল-লেগের মাঝামাঝি আঘাত করত হাসানের বলটি।

সিলেটে ধুঁকছে আয়ারল্যান্ড, দুর্দান্ত পেস বোলিং বাংলাদেশের। ২২/২, ৮.১ ওভার।

আয়ারল্যান্ডের দুই ওপেনারকেই ফেরান হাসান

দুর্দান্ত রিভিউ, হাসানের তৃতীয়

বোলার হাসান মাহমুদও ভেবেছিলেন, ইনসাইড-এজই হয়েছে হ্যারি টেক্টরের। তবে উইকেটকিপার মুশফিকুর রহিম আত্মবিশ্বাসী ছিলেন শুরু থেকেই। শেষ মুহূর্তে গিয়ে এলবিডব্লুর রিভিউটা নেন তামিম ইকবাল, সেটি কাজেও লেগে গেল বাংলাদেশের! রিপ্লে দেখিয়েছে, ব্যাটে লাগার আগে হাসানের বলটা ছুঁয়ে গেছে টেক্টরের প্যাড! বল ট্র্যাকিংয়ের পর নটআউটের সিদ্ধান্ত বদলেছেন টাকার, কোনো রান না করেই ফিরে গেছেন টেক্টর! হাসান পেয়েছেন তৃতীয় উইকেট। এ ওভারেই অবশ্য পেতে পারতেন চতুর্থটিও। তাঁর অফ স্টাম্পের বেশ বাইরের বলে ড্রাইভ করতে গিয়ে স্লিপে ক্যাচ তুলেছিলেন নতুন ব্যাটসম্যান লরকান টাকার। ডানদিকে লাফিয়ে হাত লাগালেও সেটি রাখতে পারেননি দ্বিতীয় স্লিপে থাকা লিটন দাস।

৯ ওভারে আয়ারল্যান্ড ২৩/৩।

এবার তাসকিনের আঘাত

আরেকটি ওভার, আরেকটি উইকেট! এমন শটে নিশ্চিতভাবেই নিজের ওপর মোটেও খুশি হবেন না অ্যান্ডি বলবার্নি। তাসকিন আহমেদের অফ স্টাম্পের বাইরের লেংথ বলটি শরীর থেকে দূরে খেলতে গিয়ে স্লিপে ক্যাচ তুলেছেন আয়ারল্যান্ড অধিনায়ক, প্রথম স্লিপে সহজ ক্যাচ নিয়েছেন নাজমুল হোসেন। ২৬ রানে চতুর্থ উইকেট হারিয়ে ফেলেছে আয়ারল্যান্ড!

সিলেটের আকাশে মেঘ

একটু আগেও রোদ ছিল, এখন সেটি ঢেকে গেছে মেঘে। সঙ্গে আছে বাতাস। বাউন্ডারির বাইরে বিজ্ঞাপনের বোর্ড পড়ে গিয়েছিল কয়েক জায়গায়, কাভার নিয়ে প্রস্তুত গ্রাউন্ডসম্যানরা। এরই মধ্যে জ্বালানো হয়েছে ফ্লাডলাইটও।

শুরুতেই ৪ উইকেট হারিয়ে ফেলা আয়ারল্যান্ড অবশ্য একটু ধাতস্থ হওয়ার চেষতা করছে লরকান টাকার ও কার্টিস ক্যাম্ফারের ব্যাটে। ১৪তম ওভারে ইবাদত হোসেনকে তিন চার মেরেছেন টাকার, ১৫তম ওভারে ৫০ পেরিয়ে গেছে আইরিশরা।

এক প্রান্তে নাসুমকে আগেই এনেছিলেন তামিম, এবার ইবাদতকে সরিয়ে আরেক প্রান্তে আনা হয়েছে মেহেদী হাসান মিরাজকে।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের এখনকার অবস্থা

ইবাদতের জোড়া আঘাত

এ ওভারে লাইন-লেংথ ঠিক করতে পারছিলেন ইবাদত হোসেন, মনে হচ্ছিল এমন। এরপরই বের করে আনলেন ‘সারপ্রাইজ’ ইয়র্কার। ওভার দা উইকেট থেকে করা ইবাদতের বলটা ঢুকেছে অ্যাঙ্গেল করে, তাতেই ভড়কে গেলেন লরকান টাকার। ব্যাট এগিয়ে নিলেও তাতে ছোঁয়াতে পারেননি বল। সরাসরি বল লাগে তাঁর বুটে। আম্পায়ার রড টাকার এলবিডব্লু দিতে সময় নেননি খুব একটা। টাকারের রিভিউ বিফলে গেছে, বল ট্র্যাকিং দেখিয়েছে সেটি হিট করত লেগ স্টাম্প।

ক্যাম্ফারের সঙ্গে টাকারের জুটি একটু আশা জোগাচ্ছিল আয়ারল্যান্ডকে, সেটি থামল ৪২ রানেই।

এবং এর পরের বলেই বোল্ড জর্জ ডকরেল! ফুললেংথের বলটার নাগালই পাননি সাম্প্রতিক সময়ে বিশেষজ্ঞ ব্যাটসম্যান বনে যাওয়া ডকরেল, হয়েছেন বোল্ড! ৬৮ রানে ৪ উইকেট থেকে ৬৮ রানে ৬ উইকেটে পরিণত হয়েছে আয়ারল্যান্ড! পরের ওভারের প্রথম বলে হ্যাটট্রিকের সামনে দাঁড়িয়ে থাকবেন ইবাদত!

তাসকিনের দ্বিতীয়, আয়ারল্যান্ডের সপ্তম

২২তম ওভার, সপ্তম উইকেট নেই আয়ারল্যান্ডের। তাসকিন আহমেদের শর্ট বলে অ্যান্ডি ম্যাকব্রাইন যে শট খেললেন, তাতে মনে হলো লাক্কাতুরার টিলাগুলোর কোনো একটাকে হাতে ঠেলে সরানোর চেষ্টা! সফল হয়নি সেটি, খাড়া ওপরে উঠেছে ক্যাচ। শর্ট মিডউইকেটে ধরা পড়ে ফিরে গেছেন ম্যাকব্রাইন, ৭৯ রানে আয়ারল্যান্ড হারিয়ে ফেলেছে সপ্তম উইকেট। এবং এখন পর্যন্ত বোলিংয়েই আসেননি সাকিব আল হাসান!

তাসকিনের তৃতীয়, আয়ারল্যান্ডের অষ্টম

লাইভ আপডেটের শিরোনাম বদলানোর সময়ই দিচ্ছে না আয়ারল্যান্ড!

একটু ফুললেংথ থেকে ভেতরের দিকে ঢোকা বলটা এবার মিস করে গেছেন মার্ক এডেয়ার। হারিয়েছেন স্টাম্প। ৩ বলের মধ্যে তাসকিন পেয়েছেন দ্বিতীয় উইকেট। ৭৯ রানে অষ্টম উইকেট হারিয়েছে আয়ারল্যান্ড।

রিভিউ হারাল বাংলাদেশ

আবেদনের সময়ই আত্মবিশ্বাসী মনে হয়নি তেমন কাউকে। সেটিও রিভিউ নিয়েছিল বাংলাদেশ। তবে কাজে এলো না। হাসান মাহমুদের বলটা গ্রাহাম হিউমের প্যাডে লাগার আগে হয়েছে ইনসাইড-এজ। বাংলাদেশ রিভিউ হারিয়েছে, ২৫ ওভারে শেষে ৮ উইকেটে আয়ারল্যান্ডের স্কোর ৯১ রান।

পিচের বিপজ্জনক সীমানায় পা রাখায় এর আগে আম্পায়ারের সতর্কতা শুনেছেন তাসকিন আহমেদ।

ফিরলেন ক্যাম্ফারও

ক্যারিয়ারে প্রথমবার ৪ উইকেট নিলেন হাসান

তাঁকে রেখে একে একে ফিরেছেন সঙ্গীরা। কার্টিস ক্যাম্ফারের খুব বেশি কিছু করারও ছিল না আর, শট খেলার চেষ্টা করা ছাড়া। হাসান মাহমুদের শর্ট বলে পুল করেছিলেন, ডিপ ফাইন লেগে থাকা তাসকিন আহমেদকে পার করাতে পারেননি। ৪৮ বলে ৩৬ রান করে থেমেছেন ক্যাম্ফার, আয়ারল্যান্ড ৯৬ রানে হারিয়েছে নবম উইকেট। ১০০-এর নিচে গুটিয়ে যাওয়ার শঙ্কা কাটেনি তাই! ক্যারিয়ারে প্রথমবার ৪ উইকেট নিলেন হাসান, পারবেন পাঁচ নম্বরটি নিতে?

আয়ারল্যান্ডের ১০০

হাসান মাহমুদকে কাভার ড্রাইভে চার মারলেন ম্যাথু হামফ্রিস। তাঁর প্রথম আন্তর্জাতিক স্কোরিং শটেই তৃতীয় ওয়ানডেতে ১০০ ছুঁয়ে ফেলল আয়ারল্যান্ড!

পেসারদের নতুন দিন

এখন পর্যন্ত আয়ারল্যান্ডের ৯ উইকেটই নিয়েছেন পেসাররা। বাংলাদেশের ওয়ানডে ইতিহাসে যেটি নতুন ঘটনা। এর আগে এক ইনিংসে সর্বোচ্চ ৮টি করে উইকেট বাংলাদেশ পেসাররা নিয়েছিলেন ১২ বার।

হাসানের ৫, ১০১ রানেই শেষ আয়ারল্যান্ড

সর্বশেষ উইকেটটি বাংলাদেশ পেল রিভিউ নিয়ে। হাসান মাহমুদের বলে এলবিডব্লু গ্রাহাম হিউম। ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট নিলেন হাসান, ১০১ রানেই থামল আয়ারল্যান্ড। ২৮.১ ওভার ব্যাটিং করেছে তারা।

পঞ্চম ওভারে স্টিফেন ডোহেনিকে ফিরিয়ে প্রথম আঘাত করেছিলেন হাসান। কফিনে শেষ পেরেকটিও ঠুকলেন তিনিই। সিলেটে এর মাঝে থাকল আইরিশদের হাহাকার। পঞ্চম উইকেটে লরকান টাকার ও কার্টিস ক্যাম্ফার যোগ করেছিলেন ৪২ রান, আয়ারল্যান্ড ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ ১৭ রানের জুটিটি এসেছে নবম উইকেটে। সফরকারীদের দুর্দশা বোঝা যায় তাতেই।

সিলেটে স্বপ্নের দিন কাটিয়েছেন বাংলাদেশ পেসাররা। প্রথমবারের মতো কোনো ওয়ানডেতে প্রতিপক্ষের সবকটি উইকেট গেছে বাংলাদেশের পেসারদের ভাগে। এর আগে ইনিংসে পেসারদের নেওয়া সর্বোচ্চ উইকেট ছিল ৮টি।

হাসানের ৫ উইকেটের সঙ্গে তাসকিন আহমেদ নিয়েছেন ৩টি, ইবাদত হোসেন ২টি। বোলিংয়েই আসেননি সাকিব আল হাসান, দুই স্পিনার নাসুম আহমেদ ও মেহেদী হাসান মিরাজ মিলে করেছেন ৪ ওভার।

হাসান মাহমুদ—ক্যারিয়ারে প্রথম ৫ উইকেট

শুধুই একটি পরিসংখ্যান

১০৬
সর্বনিম্ন যে রান তাড়া করতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ, ২০১৫ সালে মিরপুরে ভারতের বিপক্ষে। আয়ারল্যান্ডের বিপক্ষে আজ লক্ষ্য ১০২ রান।

ঝোড়ো শুরু তামিম-লিটনের

মার্ক এডেয়ারের লেগ সাইডের বলে খেলার চেষ্টা ব্যর্থ হয়েছে তামিম ইকবালের, তবে মরিয়া আয়ারল্যান্ড নিয়েছিল রিভিউ। কাজে আসেনি সেটি, আল্ট্রা-এজে ব্যাটের পাশে বল থাকার সময় কোনো স্পাইক দেখা যায়নি। ঠিক পরের বলেই দারুণ এক কাভার ড্রাইভে চার মেরে আইরিশদের কাটা ঘায়ে নুনের ছিটা দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। এক বল পর প্রায় একই রকম শটে মেরেছেন আরেকটি। শেষ বলে হাঁটু তুলে পুল করে মেরেছেন আরেকটি।

প্রথম ওভারে এডেয়ারকে কাট করে একটি চার মেরেছিলেন তামিম, দ্বিতীয় ওভারে গ্রাহাম হিউমকে লিটন মেরেছেন দুই চার। ১০২ রানের লক্ষ্যে ঝোড়ো শুরু পেয়েছে বাংলাদেশ।

৩ ওভারে ২৭/০।

৭১/০, ৮ ওভার

মাঝে চতুর্থ ওভার ছাড়া এখন পর্যন্ত প্রতি ওভারেই এসেছে বাউন্ডারি। কার্টিস ক্যাম্ফারের করা সর্বশেষ ওভারে লিটন দাস মেরেছেন দুটি চার। সপ্তম ওভারেই ৫০ পেরিয়ে গেছে স্বাগতিকেরা। জয়ের জন্য প্রয়োজন ৩১ রান, বাকি… ৪২ ওভার!

৮১
প্রথম ১০ ওভারে বাংলাদেশের চতুর্থ সর্বোচ্চ স্কোর। সর্বোচ্চ স্কোরটি ৯৪ রানের, ২০১৯ সালে মালাহাইডে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।

১০ ওভারে বাংলাদেশ ৮১/০। প্রয়োজনীয় রানরেট ০.৫৩।

একটি রেকর্ড ‘অক্ষত’

২২৯
রানতাড়ায় সবচেয়ে বেশি বল বাকি রেখে বাংলাদেশের জয়ের রেকর্ড। এ ম্যাচে সেটি হুমকির মুখে পড়লেও অক্ষতই থাকছে শেষ পর্যন্ত। তালিকায় পরেরটি (১৮০ বল) অবশ্য ভাঙছে প্রায় নিশ্চিতভাবেই।

জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৯ রান, বাকি ৩৮ ওভার, মানে ২২৮ বল।

হাসানের ৫ উইকেটের পর তামিম-লিটনে স্মরণীয় জয়

১০
ওয়ানডেতে প্রথমবার ১০ উইকেটে জিতল বাংলাদেশ

ম্যাথু হামফ্রিসকে সুইপ করে চার মেরে ৩৭ বলে ফিফটি পূর্ণ করেছেন লিটন দাস, তামিমের সঙ্গে তাঁর ওপেনিং জুটিও ১০০ রান পেরিয়ে গেছে তাতেই। আয়ারল্যান্ডের সঙ্গে স্কোরও হয়েছে টাই।

পরের ওভারে কার্টিস ক্যাম্ফারকে থার্ডম্যানে খেলে সিঙ্গেল নিয়ে বাংলাদেশের ১০ উইকেটের জয় নিশ্চিত করেছেন তামিম। ওয়ানডেতে এই প্রথম ১০ উইকেটে জিতল বাংলাদেশ।

জয় নিশ্চিত হওয়ার সময় ইনিংসে বাকি ছিল ২২১ বল। রানতাড়ায় বল বাকি থাকার হিসেবে এটি দ্বিতীয় বৃহত্তম বাংলাদেশের জন্য।

দ্বিতীয় ম্যাচ ভেসে গেছে বৃষ্টিতে, বাংলাদেশ সিরিজ জিতল ২-০ ব্যবধানে।