বিসিবি সভাপতিকে দুঃসময়ে পাশে পাচ্ছেন সাকিবরা
বিসিবি সভাপতিকে দুঃসময়ে পাশে পাচ্ছেন সাকিবরা

বিসিবি সভাপতি বললেন, ‘আমরা ওদের পাশে আছি’

ছয় ম্যাচে মাত্র একটি জয়। ভারত বিশ্বকাপে এখন পর্যন্ত বাংলাদেশের সেই একমাত্র জয়টা এসেছে নিজেদের প্রথম ম্যাচেই, আফগানিস্তানের বিপক্ষে। সেমিফাইনালের আশা শেষ বললেই চলে। তবে সেই আশা শেষ হয়ে যাওয়ার চেয়েও বড় ধাক্কা হয়ে এসেছে গতকাল কলকাতায় নেদারল্যান্ডসের বিপক্ষে ৮৭ রানের হারটা। এত বাজে খেলতে পারে বাংলাদেশ, সেটা যেন বিশ্বাসই করতে পারছেন না সমর্থকেরা।

স্বাভাবিকভাবেই সমালোচনার তিরবিদ্ধ হচ্ছে বাংলাদেশ দল। সেটা হওয়ারই কথা। তবে এমন সময়ে ক্রিকেটারদের পাশেই থাকছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ কলকাতায় টিম হোটেলে বাংলাদেশ দলের খেলোয়াড়দের সঙ্গে সভায় বসেছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। সভা শেষে হোটেলের বাইরে অপেক্ষমাণ সাংবাদিকদের বিসিবি সভাপতি বলেছেন, ‘আমার মনে হয়েছে ওরা এখন অনেক সিরিয়াস। আমি ওদের বলেছি খারাপ সময়ে মানুষ খারাপ বলবে, এটাই স্বাভাবিক। ভালো করলে তো মানুষ মাথায় নিয়ে নাচে। তবে আমরা খারাপ সময়ে ক্রিকেটারদের পাশে আছি। কেউ না থাকলেও আমরা আছি।’

সামনের তিনটি ম্যাচে ভালো খেলার জন্য দলকে অনুপ্রাণিত করতে জান বিসিবি সভাপতি

গতকাল নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচের পর সংবাদ সম্মেলনে এসে অধিনায়ক সাকিব আল হাসানও বলে গেছেন, এটাই বাংলাদেশের খেলা সবচেয়ে বাজে বিশ্বকাপ। তবে বিশ্বকাপে এখনো বাংলাদেশের তিনটি ম্যাচ বাকি। নাজমুল চান সেই ম্যাচগুলো যাতে বাংলাদেশ ভালো কিছুর আশায় খেলে, ‘আমাদের সামনে তিনটি ম্যাচ আছে। এই তিন ম্যাচে আমরা কীভাবে ভালো খেলতে পারি (তা ভাবতে হবে), এটা ছাড়া করার কিছু নেই। এটা করতে হলে দুটো জিনিস করতে হবে। ওদের (খেলোয়াড়দের) মধ্যে সাহস জোগাতে হবে, বিশ্বাস জোগাতে হবে। যেন ওরা পারে। এই বিশ্বাস আর সাহস যদি ওদের নিজেদের মধ্যে না আসে, তাহলে ওরা সব সময় কনফিউজ থাকবে। শট সিলেকশনে ভুল করবে। মারতে গেলে এমন হতেই পারে। এটাই করার চেষ্টা করেছি।’

সাকিবদের সঙ্গে বসেছিলেন নাজমুল হাসান

গতকাল সংবাদ সম্মেলনে সাকিবের কাছে জানতে চাওয়া হয়েছিল, বিশ্বকাপের আগে তামিম ইস্যু দলের পারফরম্যান্সে প্রভাব ফেলেছে কি না? সাকিব বলেছিলেন, ‘ফেলতেই পারে, অস্বাভাবিক কিছু না। ব্যক্তি বিশেষের মনের ভেতর কী আছে, এটা বলা মুশকিল। আপনি যেটা বলছেন সেটায় আমি অসম্মতি জানাচ্ছি না। ফেলতেই পারে।’ তবে নাজমুলের কথায় সে রকম কিছু মনে হলো না, ‘ওরা সবাই মিলে বলল যে তারা সবাই ইউনাইটেড। তাদের মধ্যে কোনো সমস্যা নেই।’ বাকি ম্যাচগুলোতে সমর্থকদের কীভাবে ভালো পারফরম্যান্স দিয়ে খুশি করা যায়, এটাই এখন দলের একমাত্র ভাবনা বলে জানিয়েছেন বিসিবি সভাপতি।

খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশ দল

স্বাভাবিকভাবেই দলের মধ্যে এখন আর কোনো পরিবর্তনের সুযোগ দেখছেন না নাজমুল, ‘এই খারাপ সময়ে ওদের পাশে আমরা আছি। কিসের জন্য আছি? সামনে ওরা যেন ভালো খেলে, সে জন্য। এই বিশ্বাস ওদের ওপরে আছে। আমাদের যে শক্তি–সামর্থ্য আছে, এটা নিয়েই লড়তে হবে। আমরা কোনো পরিবর্তন আনতে পারব না। কোনো জায়গায় কোনো পরিবর্তন আনতে পারব না। কাজেই এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে সামনের ম্যাচগুলো ভালো খেলুক, এটাই প্রত্যাশা।’

বিসিবি সভাপতি খেলোয়াড়দের সঙ্গে সভা সম্পর্কে সাংবাদিকদের ব্রিফ করলেও কোনো প্রশ্ন নেননি। এর আগে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচের আগের রাতেও দলের খেলোয়াড়দের সঙ্গে কথা বলেছেন তিনি।