৪ ওভার বল করে সাকিব খরচ করেন ৪১ রান
৪ ওভার বল করে সাকিব খরচ করেন ৪১ রান

গ্লোবাল টি-টোয়েন্টি

লিটনের মন্থর ইনিংস, ব্যাট-বলে ব্যর্থ সাকিব

প্রথম ম্যাচে ব্যাট হাতে ২৬ আর বল হাতে ৩ উইকেট। পরের ম্যাচে উইকেট ১টি পেলেও ব্যাট হাতে খেলেন ৩৬ রানের ইনিংস। গ্লোবাল টি-টোয়েন্টিতে এমন ধারাবাহিক পারফর্ম করা সাকিব আল হাসানের পারফরম্যান্সের ছন্দপতন হলো গতকাল।

ভ্যানকুভার নাইটসের বিপক্ষে ম্যাচে ব্যাট ও বল দুই বিভাগেই ব্যর্থ ছিলেন তিনি। সাকিবের এমন দিনেও অবশ্য জয় পেয়েছে তাঁর দল মন্ট্রিয়েল টাইগার্স।

গ্লোবাল টি-টোয়েন্টির আরেক ম্যাচে জয় পেয়েছে লিটন দাসের সারে জাগুয়ার্সও। তবে এ ম্যাচেও নিজের সেরাটা দেখাতে পারেননি এই উইকেটকিপার ব্যাটসম্যান। ১৮ ওভারের ম্যাচে করেছেন ২০ বলে মাত্র ২১ রান।

টুর্নামেন্টে আগের দুই ম্যাচে জয় পাওয়া মন্ট্রিয়েল টাইগার্স টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয়। ফখর জামান ৫৩ বলে ৭৩ রান করলেও অন্য ব্যাটসম্যানরা ব্যর্থ হওয়ায় ১৪৯ রানেই থামে ভ্যানকুভার নাইটসের ইনিংস। টি-টোয়েন্টি ক্রিকেটের বাস্তবতায় দলীয় রান খুব একটা বেশি না হলেও সাকিবকে বেশ সাবলীলভাবেই খেলেছেন ভ্যানকুভার নাইটসের ব্যাটসম্যানরা। ৪ ওভার বল করে সাকিব খরচ করেন ৪১ রান, উইকেটের দেখাও পাননি।

মন্ট্রিয়েল টাইগার্স ম্যাচ জিতেছে রাদারফোর্ডের ৫৩ বলে ৮৪ রানের ইনিংসে

ব্যাট হাতে সাকিব ক্রিজে আসেন তিন নম্বরে। ২ চারে দারুণ শুরু করলেও স্কুপ খেলতে গিয়ে ৮ বলে ১২ রান করে আউট হন। মন্ট্রিয়েল টাইগার্স মূলত ম্যাচ জিতেছে শেরফান রাদারফোর্ডের ৫৩ বলে ৮৪ রানের ইনিংসে। টানা তিন জয়ে এখন পয়েন্ট তালিকার শীর্ষে মন্ট্রিয়েল টাইগার্স।

লিটনের সারে জাগুয়ার্স টসে হেরে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালোই করেছিল। ১৩ বলে ২১ রানের ইনিংস খেলে জতিন্দার সিং আউট হলে তিন নম্বরে ক্রিজে আসেন লিটন। ২০ বলে ২১ রান করে সাদ বিন জাফরের বলে জামান খানের কাছে ক্যাচ দেন এই উইকেটকিপার ব্যাটসম্যান।

অধিনায়ক ইফতিখার আহমেদের ৩৫ বলে ৪৭ রানের ইনিংসেই ১৮ ওভারে ১৪১ রান তোলে সারে জাগুয়ার্স। টরন্টো ন্যাশনালের বিপক্ষে এই রান করেই ২০ রানে জয় পায় লিটনের দল। ৩ ম্যাচে ১ জয় নিয়ে পয়েন্ট তালিকার তিনে সারে জাগুয়ার্স।