নির্বাচক আবদুর রাজ্জাকের সময়টা কাটছে বেশ ব্যস্ততায়। চলমান জাতীয় ক্রিকেট লিগের ম্যাচগুলো মাঠে বসে দেখছেন সাবেক এই ক্রিকেটার। কখনো সিলেট, কখনো চট্টগ্রাম, রাজশাহী কিংবা বগুড়া—জাতীয় লিগের ভেন্যুগুলোতে নির্বাচকদের কেউ না কেউ থাকছেন। গতকাল শেষ হওয়া জাতীয় লিগের পঞ্চম রাউন্ডের পর আজ রাজ্জাককে পাওয়া গেল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। জাতীয় লিগের ষষ্ঠ রাউন্ড শুরু হবে ২৩ নভেম্বর। তার আগে এখন পর্যন্ত জাতীয় লিগে ক্রিকেটারদের পারফরম্যান্স কেমন দেখলেন, তা নিয়ে আজ সাংবাদিকদের সঙ্গে কথা বললেন রাজ্জাক।
সেখানে দীর্ঘ পরিসরের ক্রিকেট নিয়ে ক্রিকেটারদের যথেষ্ট আগ্রহ আছে কি না, এ প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে রাজ্জাককে। তিনিও উত্তরে রাখঢাক না রেখে বলেছেন, ‘সবাই টি-টোয়েন্টি খেলার জন্য উদ্গ্রীব। সবাই টি-টোয়েন্টিটাকে ক্রিকেট মনে করছে। এটা হচ্ছে সবচেয়ে বড় কারণ। যদিও আমি মনে করি ঢাকা প্রিমিয়ার লিগ থেকেই তারা বেশি আয় করে। তারপরও কেন যেন টি-টোয়েন্টির প্রতি বাড়তি ঝোঁক।’
ওদিকে বাংলাদেশ দল দুই দিনের মাথায় অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ খেলতে নামবে। স্বাভাবিকভাবেই রাজ্জাকের সংবাদ সম্মেলনে এসেছে টেস্ট দলের প্রসঙ্গও। জাতীয় লিগে ভালো করলে টেস্ট দলে সুযোগ হবে, এ বার্তা দিয়েছেন রাজ্জাক।
জাতীয় দলে জায়গা ধরে রাখতে হলে যে পারফরম্যান্সের বিকল্প নেই, সে কথাও বলেছেন এই নির্বাচক, ‘একটা সিরিজ বা এনসিএল দেখে কাউকে বাদ দেওয়া মুশকিল। সেটা যেমন সত্যি, তেমনি জাতীয় লিগে দরজায় কড়া নাড়তে থাকলে সেটা কিন্তু ওখানেও (জাতীয় দল) পৌঁছে যায়। আমি নিশ্চিত, যারা জাতীয় দলে খেলে তারা যদি খারাপ খেলে, তারা ওই দরজার আওয়াজ শুনতে পাবে। এটা সহজ প্রক্রিয়া। আমার কিছু করা লাগবে না। এটা সিস্টেমে হয়ে যাবে। যে নক করছে সে যদি গুড এনাফ হয়, সে চলে আসবে। যে ভেতরে আছে পারফর্ম করতে না পারে, সে ভেতর থেকে বাইরে চলে আসবে।’
জাতীয় দলের জন্য ক্রিকেটার নির্বাচনের ক্ষেত্রে কোনো সন্দেহ রাখতে চান না নির্বাচকেরা। রাজ্জাককে এখন পর্যন্ত জাতীয় লিগের সর্বোচ্চ রান সংগ্রাহক (৮ ইনিংসে ৫৬৭ রান) অমিত হাসানের ব্যাপারে জিজ্ঞেস করা হলে তিনি এ কথা বলেন, ‘জাতীয় লিগে অনেকে ভালো করছে। আমরা চাই তারা আরও ভালো খেলুক। যেন আমাদের সন্দেহ (সংশয়) না হয় তাদের পারফরম্যান্স নিয়ে । যদি আন্তর্জাতিক ক্রিকেটে সন্দেহ নিয়ে একটা ক্রিকেটারকে পরিচয় করিয়ে দেওয়া হয়, তাহলে খারাপ করলে দারুণ একটা সম্ভাবনা নষ্ট হওয়ার সুযোগ চলে আছে।’
অমিতকে নিয়ে রাজ্জাক পরে বলেন, ‘আমরা চাই ক্রিকেটাররা ধারাবাহিক রান করুক। ম্যাচিউর হোক। যেন মোটামুটি ধরে নেওয়া যায় সে আন্তর্জাতিক ক্রিকেটের জন্য প্রস্তুত। এ বছর অমিত হাসানের নাম এসেছে। তার টেম্পারামেন্ট খুব ভালো। আমরাও তার ব্যাপারে দেখছি। আমরা চাই বাকি রাউন্ডগুলোতে সে ভালো করবে।’