পাকিস্তানের বিপক্ষে তৃতীয় টেস্ট সেঞ্চুরি তুলে নিয়েছেন শ্রীলঙ্কার ধনাঞ্জয়া ডি সিলভা
পাকিস্তানের বিপক্ষে তৃতীয় টেস্ট সেঞ্চুরি তুলে নিয়েছেন শ্রীলঙ্কার ধনাঞ্জয়া ডি সিলভা

৫০–এ ১০০ ধনাঞ্জয়ার

বৃষ্টির বাধায় আগেভাগে খেলা শেষ না হলে আগের দিনই হয়তো কীর্তিটা হয়ে যেত। তবে একদিন দেরিতে হলেও শেষ পর্যন্ত হয়েছে। পাকিস্তানের বিপক্ষে গল টেস্টের দ্বিতীয় দিনের সকালে তিন অঙ্ক স্পর্শ করেছেন ধনাঞ্জয়া ডি সিলভা।

৩১ বছর বয়সী ধনাঞ্জয়ার এটি ৫০তম টেস্ট। আর পঞ্চাশে পেয়েছেন দশম টেস্ট সেঞ্চুরি। ক্যারিয়ারের ৫০তম টেস্টে সেঞ্চুরি পাওয়া ব্যাটসম্যানের তালিকাটা লম্বাই। ধনাঞ্জয়ার আগে ৫০তম টেস্টে সেঞ্চুরি করা সর্বশেষ ৪ ব্যাটসম্যান বিরাট কোহলি, কেইন উইলিয়ামসন, চেতেশ্বর পুজারা ও দিমুথ করুনারত্নে।

পাকিস্তানের বিপক্ষে ধনাঞ্জয়ার সেঞ্চুরির সুবাদে প্রথম ইনিংসে লড়াইয়ের মতো পুঁজি গড়েছে শ্রীলঙ্কা। দ্বিতীয় দিনের প্রথম সেশন পর্যন্ত ব্যাট করে ৩১২ রান তুলেছে তারা। পাকিস্তানের পক্ষে ৩টি করে উইকেট নিয়েছেন শাহিন আফ্রিদি, নাসিম শাহ ও আবরার আহমেদ।

শ্রীলঙ্কাকে অলআউট করার পর মাঠ ছাড়ছেন পাকিস্তানের ফিল্ডাররা

প্রতিকূল আবহাওয়ার কারণে প্রথম দিনে খেলা হয়েছে মোটে ৬৫.৪ ওভার। শ্রীলঙ্কা তুলেছিল ৬ উইকেটে ২৪২ রান। ধনাঞ্জয়া অপরাজিত ছিলেন ৯৪ রানে। দ্বিতীয় দিনের সকালে ৪১ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে ফেলে শ্রীলঙ্কা। এর মধ্যে ১৭৫ বলে ক্যারিয়ারের দশম ও পাকিস্তানের বিপক্ষে তৃতীয় সেঞ্চুরি তুলে নেন ধনাঞ্জয়া।

তিন অঙ্ক স্পর্শ করার পর কিছুটা হাত খোলার চেষ্টা করেন তিনি। সেটা করতে গিয়েই নাসিমের বলে ক্যাচ দেন শান মাসুদের হাতে। ২১৪ বলে ১২২ রান করার পথে ১২টি চারের সঙ্গে ৩টি ছয় মারেন ধনাঞ্জয়া।

নবম ব্যাটসম্যান হিসেবে ধনাঞ্জয়া যখন আউট হন, শ্রীলঙ্কার রান ২৮৩। সেখান থেকে কাসুন রাজিতা ও বিশ্ব ফার্নান্দোর শেষ উইকেট জুটি ২৯ রান যোগ করলে তিন শ পার করে শ্রীলঙ্কা।

সংক্ষিপ্ত স্কোর

শ্রীলঙ্কা ১ম ইনিংস: ৯৫.২ ওভারে ৩১২ (ধনাঞ্জয়া ১২২, ম্যাথুস ৬৪, সামারাবিক্রমা ৩৬; আবরার ৩/৬৮, শাহিন ৩/৮৬, নাসিম ৩/৯০)।