২০০১ সালের ১৯ মার্চ। পোর্ট অব স্পেন ইতিহাস গড়লেন কোর্টনি ওয়ালশ। দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিসকে এলবিডব্লু করে ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে টেস্ট ক্রিকেটে ৫০০ উইকেটের মাইলফলক ছুঁয়ে ফেলেন ওয়েস্ট ইন্ডিয়ান পেসার।
২২ বছর পর আজ ওয়ালশের প্রতিষ্ঠিত ৫০০ উইকেটের ক্লাব পেয়ে গেল অষ্টম সদস্য। পার্থ টেস্টের চতুর্থ দিনে আজ পাকিস্তানের ফাহিম আশরাফকে রিভিউ নিয়ে এলবিডব্লু করে ৫০০তম উইকেটটি পেয়েছেন অস্ট্রেলিয়ার অফ স্পিনার নাথান লায়ন। সেই লায়ন যিনি কিনা টেস্ট ক্রিকেটে নিজের প্রথম বলেই ফিরিয়েছিলেন শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারাকে।
২০১১ সালে টেস্ট অভিষিক্ত লায়ন ৫০০ ক্লাবে দ্বিতীয় অফ স্পিনার। প্রথমজন টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ উইকেটশিকারি মুত্তিয়া মুরালিধরন। ১২৩তম ম্যাচে ৫০০তম উইকেটটি পেলেন লায়ন। ম্যাচের হিসেবে পঞ্চম দ্রুততম এই অস্ট্রেলীয়। ৮৭ ম্যাচে ৫০০ ছুঁয়ে এই রেকর্ডেও সবার ওপরে মুরালিধরন। দ্রুততম ৫০০ উইকেটশিকারিদের তালিকায় মুরালিধরন ছাড়া লায়নের ওপরে আছেন ভারতের লেগ স্পিনার অনিল কুম্বলে (১০৫ ম্যাচ), অস্ট্রেলিয়ার লেগ স্পিনার শেন ওয়ার্ন (১০৮) ও অস্ট্রেলিয়ার পেসার গ্লেন ম্যাকগ্রা (১১০)।