বাংলাদেশ নারী দলের অলরাউন্ডার রুমানা আহমেদ
বাংলাদেশ নারী দলের অলরাউন্ডার রুমানা আহমেদ

কেন রুমানার এমন স্ট্যাটাস

‘নো মোর ক্রিকেট…’—বাংলাদেশ নারী দলের ক্রিকেটার রুমানা আহমেদ নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এমন এক স্ট্যাটাস দিয়েছেন। ইংরেজিতে তিনি যা লিখলেন, তার অর্থ, ‘আর ক্রিকেট নয়।’ এমন স্ট্যাটাসের পর প্রশ্ন জাগে, খেলাটা কি তবে ছেড়েই দিলেন ৩২ বছর বয়সী এই অলরাউন্ডার?

রুমানা অবশ্য এ প্রশ্নের কোনো উত্তর দেননি। তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি শুধু এটুকুই বললেন, ‘দ্রুতই সব জানবেন। আনুষ্ঠানিকভাবে সব জানাব।’

রুমানার সময়টা ভালো যাচ্ছিল না। বাংলাদেশ নারী দলের হয়ে সর্বশেষ খেলেছেন এ বছরের ফেব্রুয়ারিতে, টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে। ওই আসরেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একাদশ থেকে জায়গা হারান তিনি। বিশ্বকাপের পর বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফরের দল থেকে বাদ পড়েন রুমানা।

রুমানা আহমেদের ফেসবুক পোস্টের স্ক্রিন শট

তখন নারী দলের নির্বাচক মঞ্জুরুল ইসলাম জানান, রুমানাকে বাদ দেওয়া হয়নি, বিশ্রাম দেওয়া হয়েছে। কিন্তু রুমানা সেটিকে বাদ হিসেবেই ধরে নিয়েছিলেন। গত মাসে ঘরের মাঠে ভারত নারী দলের বিপক্ষে বাংলাদেশের সর্বশেষ সিরিজেও তিনি ছিলেন না। টিম ম্যানেজমেন্টের সূত্র জানায়, ফিটনেস ও ফিল্ডিংয়ের কারণে রুমানাকে বাদ দেওয়া হয়েছে।

নারী দলের অধিনায়ক নিগার সুলতানার সঙ্গে রুমানা আহমেদ (ডানে)

পারফরম্যান্সও রুমানার পক্ষে নেই। গত বছর ৮ ওয়ানডে খেলে রুমানা মাত্র ৫টি উইকেট পেয়েছেন, রান করেছেন সব মিলিয়ে ৭০। টি-টোয়েন্টিতে রুমানার সর্বশেষ ফিফটি ২০১৯ সালে, এর পরের ২০ ইনিংসে পঞ্চাশের ঘরে যেতে পারেননি রুমানা। এই সংস্করণে বোলিংয়ে অবশ্য খারাপ করছিলেন না তিনি, লেগ স্পিনে সর্বশেষ ১৫ ইনিংসে ১৫ উইকেট নিয়েছেন রুমানা।

২০১১ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা রুমানা বাংলাদেশ নারী দলের হয়ে ৫০ ওয়ানডে ও ৮৪ টি-টোয়েন্টি খেলেছেন।