বেঙ্গালুরু টেস্টে ভারতের দ্বিতীয় ইনিংসে গতকাল ৩০তম ওভারের প্রথম বল। ডাউন দ্য উইকেট এসে এজাজ প্যাটেলকে লং অফ দিয়ে ছক্কা মারেন বিরাট কোহলি। এর মধ্য দিয়ে টেস্ট ক্রিকেটের ১৪৭ বছরের ইতিহাসে প্রথম দল হিসেবে এক বর্ষপঞ্জিতে ১০০ ছক্কা মারার মাইলফলক গড়েছে ভারত।
চলতি বছর এ পর্যন্ত ৯ টেস্ট খেলা ভারতের ছক্কাসংখ্যা ১০২। এর আগে টেস্টে এক বর্ষপঞ্জিতে সর্বোচ্চ ছক্কার রেকর্ডটি ছিল ইংল্যান্ডের। ২০২১ সালে ভারতেরই গড়া ৮৭ ছক্কা পেরিয়ে পরের বছর ৮৯ ছক্কা মারে ইংল্যান্ড। ১ অক্টোবর শেষ হওয়া বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে ইংল্যান্ডের সেই রেকর্ড পেরিয়ে যায় ভারত। শীর্ষ পাঁচে পরের দুটি জায়গা নিউজিল্যান্ডের। ২০১৪ সালে ৮১ ছক্কা ও ২০১৩ সালে ৭১ ছক্কা মেরেছে কিউইরা।
এ বছর ছক্কাসংখ্যায় ভারতের ধারেকাছেও কেউ নেই। ১৩ ম্যাচে ৬৮ ছক্কা নিয়ে দুইয়ে ইংল্যান্ড। পঞ্চাশের ওপরে ছক্কা আছে আর একটি দলের। ৭ ম্যাচে ৬৩ ছক্কা মেরেছে নিউজিল্যান্ড। এরপর যথাক্রমে শ্রীলঙ্কা (৮ ম্যাচে ৪৫), পাকিস্তান (৫ ম্যাচে ৩৩), ওয়েস্ট ইন্ডিজ (৭ ম্যাচে ২৮) ও বাংলাদেশ (৬ ম্যাচে ২৫)। অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা এই তালিকায় বাংলাদেশের পেছনে। ৫ ম্যাচে ২১ ছক্কা মেরেছে অস্ট্রেলিয়া। সমান ম্যাচে ১৯ ছক্কা দক্ষিণ আফ্রিকার। ২টি করে টেস্ট খেলা আফগানিস্তান (৫ ছক্কা) ও আয়ারল্যান্ডের (২ ছক্কা) সঙ্গে এই তালিকায় বাকি দলগুলোর সঙ্গে তুলনার সুযোগ নেই। ১টি টেস্ট খেলা জিম্বাবুয়ে ছক্কা মারতে পারেনি।
ওয়ানডেতে এ বছর ছক্কাসংখ্যায় সবার ওপরে কানাডা। ১৫ ম্যাচে ৭০ ছক্কা মেরেছে তারা। ১২ ম্যাচে ৬৬ ছক্কা নিয়ে দুইয়ে শ্রীলঙ্কা। নেপাল ও নামিবিয়া এই সংস্করণে এ বছর অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের চেয়ে বেশি ছক্কা মেরেছে; যদিও নেপাল ও নামিবিয়া অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের চেয়ে ম্যাচ খেলেছে বেশি। ১০ ম্যাচে ৫৭ ছক্কা নেপালের, ১২ ম্যাচে ৫৪ ছক্কা নামিবিয়ার। ৮ ম্যাচে ৫৩ ছক্কা নিয়ে তালিকার পাঁচে অস্ট্রেলিয়া। সমান ম্যাচে ৫০ ছক্কা আফগানিস্তানের। ৫ ম্যাচে ৪৩ ছক্কা নিয়ে তারপরই ইংল্যান্ড। এ বছর ৩টি ওয়ানডে খেলা বাংলাদেশের ছক্কাসংখ্যা ১৯। সমান ম্যাচ খেলা ভারতের ছক্কাসংখ্যা ১৬।
তিন সংস্করণ মিলিয়ে এ বছর এখন পর্যন্ত একমাত্র দল হিসেবে অন্তত তিন শ ছক্কা মেরেছে ভারত। ৩৪ ম্যাচে তাদের ছক্কাসংখ্যা ৩০২। অস্ট্রেলিয়া ৩১ ম্যাচে ২৩১ ছক্কা নিয়ে দুইয়ে।
টি-টোয়েন্টিতে এ বছর ছক্কা মারায় এখন পর্যন্ত এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ। ১৯ ম্যাচে ১৮৬ ছক্কা মেরেছে ক্যারিবিয়ানরা। ২২ ম্যাচে ১৮৪ ছক্কা নিয়ে দুইয়ে ভারত। ১৭২ ছক্কা নিয়ে তিনে ২৮ ম্যাচ খেলা হংকং। অস্ট্রেলিয়া ১৮ ম্যাচে ১৫৭ ছক্কা নিয়ে চতুর্থ। এ বছর এখন পর্যন্ত এই সংস্করণে ছক্কা মারায় ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের চেয়ে এগিয়ে বাংলাদেশ। ২১ ম্যাচে ৯৯ ছক্কা বাংলাদেশের। ১২টি দল এ বছর এখন পর্যন্ত ন্যূনতম ১০০টি ছক্কা মেরেছে। এর মধ্যে টেস্ট খেলুড়ে দেশ পাঁচটি। ১৭ ম্যাচে ৯৬ ছক্কা নিউজিল্যান্ডের। ১২ ম্যাচে ৬৭ ছক্কা মেরেছে ইংল্যান্ড।
তিন সংস্করণ মিলিয়ে এ বছর এখন পর্যন্ত একমাত্র দল হিসেবে অন্তত তিন শ ছক্কা মেরেছে ভারত। ৩৪ ম্যাচে তাদের ছক্কাসংখ্যা ৩০২। অস্ট্রেলিয়া ৩১ ম্যাচে ২৩১ ছক্কা নিয়ে দুইয়ে। ২৯ ম্যাচে ২২০ ছক্কা নিয়ে তিনে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ ৩০ ম্যাচে ১৪৩ ছক্কা নিয়ে বেশ পিছিয়ে। টেস্ট খেলুড়ে দলগুলোর মধ্যে শুধু আয়ারল্যান্ড ও জিম্বাবুয়ের চেয়ে এ বছর ছক্কা মারায় এগিয়ে বাংলাদেশ। ২১ ম্যাচে ৯৫ ছক্কা মেরেছে আয়ারল্যান্ড। ১৭ ম্যাচে ৫৭ ছক্কা জিম্বাবুয়ের।