আফগানিস্তানের তরুণ রহস্য স্পিনার আল্লাহ গজনফর
আফগানিস্তানের তরুণ রহস্য স্পিনার আল্লাহ গজনফর

কলকাতায় মুজিবের জায়গায় ১৬ বছরের রহস্য স্পিনার গজনফর

আইপিএল থেকে ছিটকে গেছেন কলকাতা নাইট রাইডার্সের আফগান রহস্য স্পিনার মুজিব উর রেহমান। তাঁর জায়গায় নেওয়া হয়েছে আফগানিস্তানেরই ১৬ বছর বয়সী আরেক রহস্য স্পিনার আল্লাহ গজনফরকে। আইপিএল থেকে ছিটকে যাওয়া পেসার প্রসিধ কৃষ্ণার জায়গায় রাজস্থান রয়্যালস দলে টেনেছে দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ স্পিনার কেশব মহারাজকে।

এ মাসেই আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক অভিষেক হয়েছে গজনফরের। প্রথম ২ ম্যাচে অবশ্য উইকেটের দেখা পাননি। তার আগে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ১৬.৭৫ গড়ে গজনফর নেন ৮ উইকেট। এখন পর্যন্ত তিনটি স্বীকৃত টি-টোয়েন্টির পাশাপাশি ৬টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন। কলকাতা তাঁকে দলে নিয়েছে নিলামের ভিত্তিমূল্য ২০ লাখ রুপিতে (২৬ লাখ ৩২ হাজার টাকা)।

সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে ঘরের মাঠে ৪ রানে জিতে এবারের আইপিএল শুরু করেছে কলকাতা। মুজিব অবশ্য প্রথম ম্যাচেও দলে ছিলেন না। আগামীকাল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে তারা।

আফগানিস্তানের হয়ে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক অভিষেক হয়েছে গজনফরের

অন্যদিকে হাঁটুতে অস্ত্রোপচার থেকে সেরে ওঠা কৃষ্ণার জায়গায় রাজস্থান নিয়েছে মহারাজকে। দক্ষিণ আফ্রিকার হয়ে ৫০টি টেস্ট, ৪৪টি ওয়ানডে ও ২৭টি টি-টোয়েন্টি মিলিয়ে এ বাঁহাতি স্পিনার নিয়েছেন ২৩৭ উইকেট। সম্প্রতি এসএটোয়েন্টিতে ডারবান সুপার জায়ান্টস এবং বিপিএলে ফরচুন বরিশালের হয়ে খেলেছেন। রাজস্থান রয়্যালস দলে নিলেও এ মাসের শুরু থেকে লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের সঙ্গে তিনি অনুশীলন করছিলেন।

লক্ষ্ণৌকে ২০ রানে হারিয়েই মৌসুম শুরু করেছে রাজস্থান। আজ দ্বিতীয় ম্যাচে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি তারা। এ প্রতিবেদন লেখার সময় আগে ব্যাটিং করা রাজস্থান ১৬ ওভারে ৪ উইকেট হারিয়ে তুলেছে ১২৩ রান।