বেলা ২টা বাংলাদেশ দলের ক্রিকেটারদের মাঠে আসার কথা। কিন্তু বেলা ১টায় সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ দলের টিম বাস দাঁড়িয়ে থাকতে দেখা গেল। কিছুক্ষণ পর ড্রেসিংরুম থেকে বের হলেন মুশফিকুর রহিম। তাঁকে দেখে মাঠে আসা সাংবাদিকদের অনেকেই অবাক হলেন।
শ্রীলঙ্কা সিরিজের ওয়ানডে ও টেস্ট দলে আছেন মুশফিক। তাঁর আন্তর্জাতিক টি-টোয়েন্টির অধ্যায় শেষ হয়েছে ২০২২ সালেই। পরে তানজিদ হাসান ও মেহেদী হাসান মিরাজও বেরিয়ে এলেন। টি-টোয়েন্টি দলের খেলোয়াড়দের জন্য আজকের অনুশীলনটি ঐচ্ছিক। নাজমুল হোসেন, সৌম্য সরকার, মোহাম্মদ নাঈম, তাইজুল ইসলাম মাঠে এসেছেন।
বরাবরের মতো আজও নেট সেশনে টপ অর্ডার ব্যাটসম্যানরা শুরুতে ব্যাটিং করেছেন। নাঈম, সৌম্য, নাজমুল ও এনামুলদের পাশাপাশি আরেক ওপেনার তানজিদ হাসান আর মুশফিকও বিপিএলের বিরতির পর যোগ দিয়েছেন নেট সেশনে। নেট বোলার ও থ্রোয়ারের বিপক্ষেই ব্যাটিং করেছেন সবাই।
তবে ব্যাটসম্যানদের সবচেয়ে বেশি ভুগিয়েছেন পেসার তানজিম হাসান। জাতীয় দলের পেসারদের মধ্যে আজ শুধু তিনিই মাঠে এসেছেন। গতকালের ম্যাচ খেলা তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমানরা আজকের দিনটা কাটিয়েছেন বিশ্রামে। পেসারদের মধ্যে ছন্দে থাকা শরীফুল আবার গতকাল ফলো থ্রুতে বল থামাতে গিয়ে ডান হাতে ব্যথা পেয়েছেন।
গতকাল শরীফুলের এক্স–রে করা হয়। সুখবর হচ্ছে, এক্স–রেতে কোনো চিড় ধরা পড়েনি। গতকালের চেয়ে আজ ব্যথাও কমে এসেছে। ৯ মার্চ সিরিজের শেষ ম্যাচের আগে আরও এক দিন বিশ্রাম পাবেন। তাই তাঁকে শেষ ম্যাচে পাওয়ার ব্যাপারে আশাবাদী টিম ম্যানেজম্যান্ট।
বাংলাদেশ দল সিলেটে টি-টোয়েন্টি সিরিজ শেষ করে পরের দিন যাবে ওয়ানডে সিরিজের ভেন্যু চট্টগ্রামে। সেখানে ১৩, ১৫ ও ১৮ মার্চ হবে সিরিজের তিনটি ওয়ানডে।