আউট হয়ে ফিরছেন মুশফিক। সকালের সেশনে এমন দৃশ্য নিয়মিত দেখা গেছে
আউট হয়ে ফিরছেন মুশফিক। সকালের সেশনে এমন দৃশ্য নিয়মিত দেখা গেছে

ট্রটের মজাকে সত্যি বানিয়ে বাংলাদেশের অবিশ্বাস্য ব্যাটিং ধস

‘আগামীকাল দলের কাছে কি প্রত্যাশা?’—প্রশ্নটা প্রথম দিনের খেলা শেষে করা হয়েছিল আফগানিস্তানের কোচ জোনাথন ট্রটকে। ইংল্যান্ডের সাবেক এই ব্যাটসম্যান মজা করে উত্তর দিয়েছিলেন এভাবে, ’১০ রানে বাংলাদেশের বাকি ৫ উইকেট নিতে চাই। পরে ৫০০ রান করতে চাই।’

গতকাল ট্রটের মজা করে বলা কথাটাই যেন আজ সকালে সত্যিই হলো! বাংলাদেশ দল আগের দিনের ৭৯ ওভারে ৫ উইকেটে ৩৬২ রান নিয়ে আজ দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল। অবিশ্বাস্য ধসে চোখের পলকে বাংলাদেশ প্রথম ইনিংসে অলআউট হয়েছে ৮৬ ওভারে ৩৮২ রানে। ২০ রান যোগ করতে বাকি ৫ উইকেট হারিয়েছে বাংলাদেশ। আজ মাত্র ৭ ওভার টিকেছে বাংলাদেশের প্রথম ইনিংস।

আফগানদের দারুণ বোলিংয়ে দ্বিতীয় দিনে মাত্র ৭ ওভার টিকেছে বাংলাদেশের ইনিংস

আফগান পেসার নিজাত মাসুদ আগেরদিনের ২ উইকেটের সঙ্গে আরও ৩ উইকেট যোগ করে অভিষেকেই ৫ উইকেট শিকার করলেন। অথচ মিরপুরের মেঘলা আকাশের নিচে বাংলাদেশ দলের ব্যাটিংয়ের শুরুটা খারাপ হয়নি। দিনের দ্বিতীয় ওভারেই মেহেদী হাসান মিরাজ চোখ জুড়ানো একটি কাভার ড্রাইভে বাউন্ডারি খুঁজে নেন। এর এক বল পরেই নতুন বল নেয় আফগানিস্তান। ম্যাচের ছবিটা পাল্টে যায় তখনই।

যে ড্রাইভ থেকে কিছুক্ষণ আগেই বাউন্ডারি খুঁজে নিয়েছেন, একই শট খেলতে গিয়ে ইয়ামিন আহমেদজাইয়ের বলে পয়েন্টে ক্যাচ তোলেন মিরাজ। তাঁর ৮০ বলে ৪৮ রানের ইনিংসের ইতি ঘটে তাতে।

পরের ওভারেই নিজাত মাসুদের অবিশ্বাস্য ডেলিভারিতে আউট মুশফিকুর রহিম। উইকেটের মাঝ থেকে লাফিয়ে ওঠা বলটি মুশফিকের গ্লাভস ছুঁয়ে যায় থার্ড স্লিপের হাতে। আউট হওয়ার আগে ৭৬ বল খেলে ৪৭ রান করেন মুশফিক।

টেস্ট অভিষেকে ৫ উইকেট নিলেন নিজাত মাসুদ

নিজাতের আগুনঝরা বোলিংয়ের তখন শুরু হলো মাত্র। পরের বলেই নতুন ব্যাটসম্যান হিসেবে ক্রিজে আসা তাইজুল ইসলামের হেলমেটে আঘাত করেন নিজাত। পরের বলটিও ছিল বাঁহাতি তাইজুলের শরীর তাক করা। যা কোনো রকমে ব্যাট ছুঁইয়ে শরীর বাঁচানোর চেষ্টা করেন তাইজুল। কিন্তু শর্ট লেগে থাকা আবদুল মালিক সতর্ক ছিলেন। দারুণ রিফ্লেক্স ক্যাচে তাইজুলকে ড্রেসিংরুমের পথ দেখান।

আসা যাওয়ার মিছিলে যোগ দেন তাসকিন আহমেদও। পরের ওভারেই আহমেদজাইর শিকার হন তিনি। বাংলাদেশ ইনিংসের ইতি টানেন অবশ্য নিজাতই। ৮৬তম ওভারে শরীফুল ইসলামের স্টাম্প উড়িয়ে দেন ফুল লেংথের ডেলিভারিতে। টেস্ট অভিষেকেই ৫ উইকেট পেলেন নিজাত।