৪৭ বলে ৫১ রান করেছেন ওয়ার্নার
৪৭ বলে ৫১ রান করেছেন ওয়ার্নার

‘ওয়ার্নারের স্ট্রাইক রেট নিয়ে কেউ প্রশ্ন তুলছে না কেন’

চলতি আইপিএলে গতকাল ডেভিড ওয়ার্নার পেয়েছেন তৃতীয় ফিফটি। ২০৯ রান নিয়ে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক দিল্লি অধিনায়ক। এরপরও এবারের আইপিএলে ওয়ার্নার যতটা না প্রশংসা কুড়িয়েছেন, তার চেয়ে সমালোচনা শুনতে হয়েছে বেশি।

কারণ হলো ওয়ার্নারের স্ট্রাইক রেট। অস্ট্রেলিয়ান ওপেনার ২০৯ রান করেছেন মাত্র ১১৪.৮৩ স্ট্রাইক রেটে। যেখানে ২২৫ রান নিয়ে শীর্ষে থাকা শিখর ধাওয়ান ব্যাট করেছেন ১৪৯ স্ট্রাইক রেটে। ৩ নম্বরে থাকা রুতুরাজ গায়কোয়াড়ের স্ট্রাইক রেট ১৬১।

টুর্নামেন্টে নিজেদের তৃতীয় ম্যাচে ৫৫ বলে ৬৫ রান করার পর বীরেন্দর শেবাগ ওয়ার্নারকে আর আইপিএলে না আসার কথাই বলেছেন। ভারতের সাবেক এই ওপেনার বলেছিলেন, ‘জয়সোয়ালের কাছ থেকে শেখো, সে ২৫ বলে ফিফটি করেছে। আর সেটি যদি করতে না পারো, তাহলে আইপিএলে খেলতে এসো না।’

গতকাল ওয়ার্নার ফিফটি করেছেন ৪৩ বলে। যেখানে অক্ষর প্যাটেল ফিফটির দেখা পেয়েছেন মাত্র ২২ বলে। এই আসরে ওয়ার্নারের করা তিন ফিফটিই এসেছে ৪০ বলের বেশি খেলে। গতকালের ইনিংসের পর ওয়ার্নারকে নিয়ে প্রশ্ন তুলেছেন ভারতের সাবেক অলরাউন্ডার ইরফান পাঠানও, ‘ডেভিড ওয়ার্নারের স্ট্রাইক রেট নিয়ে কেউ প্রশ্ন তুলছে না কেন? কম স্ট্রাইক রেট নিয়ে সে তো অনেক দিন খেলে যাচ্ছে।’

এবাররে আসরে দিল্লি হেরেছে টানা ৪ ম্যাচে। গতকাল জয়ের কাছাকাছি গিয়েও দিল্লি হেরেছে ম্যাচের শেষ বলে। আগে ব্যাট করে ১৭২ রান করা দিল্লির রান আর কিছু বেশি হলেই ম্যাচের ফল অন্য রকম হতে পারত। যে কারণে ওয়ার্নারের ৪৭ বলে ৫১ রানের ইনিংসকে কাঠগড়ায় তুলছেন অনেকেই।

বিশ্লেষক ও ধারাভাষ্যকার হার্শা ভোগলে বলছেন, ওয়ার্নারের ব্যাটিং দিল্লিকে ছন্দ পেতে সাহায্য করছে না। টুইটারে হার্শা লিখেছেন, ‘গ্রেট ডেভিড ওয়ার্নার রান করতে এতটা সংগ্রাম করছেন, তা দেখা মোটেই সহজ নয়। এই মুহূর্তে তাঁর ইনিংস দিল্লিকে ছন্দ ফিরে পেতে সাহায্য করছে না। অক্ষরের দুর্দান্ত ইনিংসেই দিল্লি ১৭২ রানের সংগ্রহ পেয়েছে।’