টি–টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে গতকাল শ্রীলঙ্কাকে ২০ রানে হারিয়ে চমকে দিয়েছে নেদারল্যান্ডস। কাল ফ্লোরিডার সেন্ট্রাল ব্রোওয়ার্ড রিজিওনাল পার্ক স্টেডিয়ামে আগে ব্যাটিং করে নেদারল্যান্ডস তুলেছিল ১৮১ রান। তাড়া করতে নেমে ১৮.৫ ওভারে ১৬১ রানেই গুটিয়ে গেছে ওয়ানিন্দু হাসারাঙ্গার শ্রীলঙ্কা।
টি–টোয়েন্টি বিশ্বকাপে নেদারল্যান্ডস ও শ্রীলঙ্কা দুই দলই ‘ডি’ গ্রুপে। বাংলাদেশও আছে এই গ্রুপে। শ্রীলঙ্কাকে প্রস্তুতি ম্যাচে হারিয়ে বাংলাদেশকে ভালোই চোখরাঙানি দিল ডাচরা।
নেদারল্যান্ডস শ্রীলঙ্কাকে হারানোয় বাংলাদেশ দলের জন্য একটি বার্তা স্পষ্ট—শুধু শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকাকে নিয়েই ভাবলে চলবে না। নেদারল্যান্ডসের বিপক্ষে জয় পেতে সেরাটা খেলতে হবে বাংলাদেশকে। অবশ্য যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হারের পর এই উপলব্ধি আগেই হওয়ার কথা বাংলাদেশের। ডালাসে ৮ জুন শ্রীলঙ্কার মুখোমুখি হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ। নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ ১৩ জুন।
ডাচদের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে রান পেয়েছেন লঙ্কান অধিনায়ক হাসারাঙ্গা। ১৫ বলে ৪৩ রান করেন। দাসুন শানাকা করেছেন ২০ বলে ৩৫ আর ধনঞ্জয়া ডি সিলভা করেছেন ২২ বলে ৩১ রান।
বিশ্বকাপে মাঠে নামার আগে আরও একটি করে প্রস্তুতি ম্যাচ বাকি আছে শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডসের। ৩১ মে শ্রীলঙ্কা খেলবে আয়ারল্যান্ডসের বিপক্ষে, একই দিনে নেদারল্যান্ডস খেলবে কানাডার বিপক্ষে।
বাংলাদেশের প্রথম প্রস্তুতি ম্যাচ ছিল যুক্তরাষ্ট্রের সঙ্গে। তবে টেক্সাসের ডালাসে বৈরী আবহাওয়ার কারণে বাতিল হয়েছে। বিশ্বকাপের আগে বাংলাদেশের আরেকটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা আছে। আগামী ১ জুন নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে সে ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত।