প্রথম সেঞ্চুরি পেলেন স্মিথ
প্রথম সেঞ্চুরি পেলেন স্মিথ

স্মিথের সেঞ্চুরিতে এগিয়ে ইংল্যান্ড

জেমি স্মিথের অপেক্ষা দীর্ঘ হয়নি। ক্যারিয়ারের চতুর্থ টেস্টেই শতকের দেখা পেয়েছেন ২৪ বছর বয়সী ইংল্যান্ডের এই উইকেটকিপার-ব্যাটসম্যান। চলতি বছরের জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষেক টেস্টের প্রথম ইনিংসে করেছিলেন ৭০ রান। সেই সিরিজেরই তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে আউট হন ৯৫ রানে।

এরপর আজ ওল্ড ট্রাফোর্ডে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিনে কাঙ্ক্ষিত শতকের দেখা পেয়েছেন। তাঁর ১১১ রানের ইনিংসে ইংল্যান্ড প্রথম ইনিংসে করেছে ৩৫৮ রান। ১২২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ৬০ ওভারে ২০৪ রান তুলতে ৬ উইকেট হারিয়েছে শ্রীলঙ্কা। তৃতীয় দিন শেষে তাদের লিড ৮২ রানের।

৬ উইকেটে ২৫৯ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছিল ইংল্যান্ড। এরপর আজ ইংল্যান্ড তুলতে পেরেছে আরও ৯৯ রান। শুধু স্মিথই যে রান করেছেন এমন নয়, তাঁকে যোগ্য সঙ্গ দিয়েছেন ইংল্যান্ডের তিন টেলএন্ডার গাস অ্যাটকিনসন, ম্যাথু পটস, মার্ক উড। ৬৫ বলে ২০ রান করেন অ্যাটকিনসন। স্মিথের সঙ্গে গড়েন ৬৬ রানের জুটি। এরপর পটস করেন ১৭ রান, উড ২২ রান। এমন ছোট ছোট ইনিংসেই বড় লিড পেয়েছে ইংল্যান্ড।

এগিয়ে আছে ইংল্যান্ড
এএফপি

দ্বিতীয় ইনিংসেও ব্যাট হাতে শুরুটা ভালো করতে পারেনি লঙ্কান টপ অর্ডার। প্রথম ইনিংসে ২৩৬ রান অলআউট হওয়ার পথে ৬ রানেই ৩ উইকেট হারিয়েছিল শ্রীলঙ্কা। দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কার নিশান মাদুশঙ্কা ও কুশল মেন্ডিস ফিরে যান দলীয় ১ রানে। দুজনের কেউই রান করতে পারেননি। ৫৬ রান নিয়ে ব্যাটিং করছেন কামিন্দু মেন্ডিস, দিনেশ চান্ডিমাল উইকেটে আছেন ২০ রান নিয়ে।

সংক্ষিপ্ত স্কোর

শ্রীলঙ্কা: ২৩৬ ও ৬০ ওভারে ২০৪/৬ (মেন্ডিস ৫৬*, ম্যাথুস ৬৫; ওকস ২/৩৪, অ্যাটকিনসন ১/৩৮)

ইংল্যান্ড ১ম ইনিংস: ৮৫.৩ ওভারে ৩৫৮ (স্মিথ ১১১, ব্রুক ৫৬, রুট ৪২; আসিতা ৪/১০৩, জয়াসুরিয়া ৩/৮৫)