ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখা পেয়েছেন তেজনারায়ণ চন্দরপল
ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখা পেয়েছেন তেজনারায়ণ চন্দরপল

ব্রাফেটের পর চন্দরপলের সেঞ্চুরিতে ফিরল ওয়েস্ট ইন্ডিজের বিস্মৃত রেকর্ড

বাবার নামের পাশে ৩০টি সেঞ্চুরি, তবে প্রথমটি পেতে অপেক্ষা করতে হয়েছিল ১৯ ম্যাচ ও ৩১ ইনিংস। ১৯৯৭ সালে ব্রিজটাউন টেস্টের প্রথম ইনিংসে প্রথম সেঞ্চুরিটির দেখা পেয়েছিলেন শিবনারায়ণ চন্দরপল। তাঁর ছেলে তেজনারায়ণ চন্দরপলের সেঞ্চুরির অপেক্ষা ঘুচল তৃতীয় ম্যাচ ও পঞ্চম ইনিংসেই। জিম্বাবুয়ের বিপক্ষে বুলাওয়ে টেস্টের দ্বিতীয় দিন টেস্টে প্রথম সেঞ্চুরির দেখা পেয়ে গেলেন বাঁহাতি তেজনারায়ণ। বৃষ্টিবিঘ্নিত দিনে সেঞ্চুরি পেয়েছেন ক্রেইগ ব্রাফেটও। দ্বিতীয় দিন শেষে বিনা উইকেটেই ২২১ রান তুলে ফেলেছে ওয়েস্ট ইন্ডিজ।

বৃষ্টিতে বুলাওয়ে টেস্টে প্রথম দিন খেলা হয়েছিল ৫১ ওভার। বৃষ্টি আর ভেজা মাঠ মিলিয়ে আজ প্রথম দুই সেশনে হয়নি ১ ওভারও। তৃতীয় সেশনে অবশেষে শুরু হয় খেলা, এরপর অবশ্য ৩৮ ওভার হয়েছে নির্বিঘ্নেই। অধিনায়ক ব্রাফেট ও চন্দরপল—দুই ওপেনারই গতকাল অপরাজিত ছিলেন ৫৫ রানে। আজ প্রথমে সেঞ্চুরির দেখা পান ব্রাফেট।

ব্রাফেট ও চন্দরপলের জুটি অবিচ্ছিন্ন এখনো

ওয়েলিংটন মাসাকাদজার বলে ডাবলস নিয়ে ক্যারিয়ারের ১২তম সেঞ্চুরি পূর্ণ করেন দারুণ ফর্মে থাকা ক্যারিবীয় অধিনায়ক। সর্বশেষ তিন ম্যাচে এটি তাঁর দ্বিতীয় সেঞ্চুরি। এ ইনিংসে ব্রাফেটের রক্ষণ ছিল দারুণ। সেঞ্চুরি পূর্ণ করার সময় পর্যন্ত মেরেছিলেন মাত্র পাঁচটি চার। সেঞ্চুরির পর অবশ্য মেরেছেন আরও দুটি চার। ১১৬ রানে তিনি এখন পর্যন্ত অপরাজিত আছেন ২৪৬ বল খেলে।

মাসাকাদজাকে ছক্কা মেরে নব্বইয়ের ঘরে যাওয়া চন্দপরল আজ সেঞ্চুরি পাবেন কি না, সেটি নিয়ে ছিল প্রশ্ন। নব্বইয়ে যাওয়ার পর বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হয় তাঁকে। ভিক্টর নিয়াউচির বলে সিঙ্গেল নিয়ে অবশেষে সেটি পূর্ণ করেন দিনের আর ৬ বল বাকি থাকতে। চন্দরপল শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ২৯১ বলে ১০১ রানে, ১০টি চারের সঙ্গে মারেন ১টি ছক্কা।

২০১৩ সালের মার্চের পর থেকে ব্রাফেট ছাড়া অন্য কোনো ওয়েস্ট ইন্ডিজ ওপেনারের এটিই প্রথম টেস্ট সেঞ্চুরি, মাঝে ব্রাফেট একাই করেছেন ১২টি। চন্দরপলের আগে ব্রাফেট ছাড়া সর্বশেষ সেঞ্চুরিটি করেছিলেন ক্রিস গেইল। ২০১২ সালের পর এবারই প্রথম একই ইনিংসে দুই ওয়েস্ট ইন্ডিজ ওপেনারও পেলেন সেঞ্চুরির দেখা।