১০ বছর পর শ্রীলঙ্কার কাছে টেস্ট হেরেছে ইংল্যান্ড। সেটিও ঘরের মাঠে। ওভালে কাল শেষ হওয়া সেই টেস্টের পারফরম্যান্সকে ব্রেন্ডন ম্যাককালামের যুগে ইংল্যান্ডের সবচেয়ে বাজে মনে করছেন অনেকেই। ৮ উইকেটের সেই হারে ২০ বছরের মধ্যে প্রথমবার টেস্টে ১০০ ভাগ সাফল্য নিয়ে ইংলিশ মৌসুমটা শেষ করার সুযোগ হারিয়েছে ইংল্যান্ড। অথচ ইংল্যান্ড এবার ১০০ ভাগ জয় নিয়ে মৌসুম শেষ করাটাকেই লক্ষ্য বানিয়েছিল।
ওভালের এই ম্যাচে ব্যাট হাতে খারাপ সময় গেছে জো রুটেরও। সাবেক অধিনায়ক প্রথম ইনিংসে ১৩ রান করার পর দ্বিতীয় ইনিংসে করেছেন ১২ রান। এমন একটা ম্যাচ খেলার পর বিবিসির টেস্ট ম্যাচ স্পেশালে দলের হয়ে ব্যাট করলেন রুট, মনে করিয়ে দিলেন কতটা ভালো কেটেছে তাঁদের মৌসুম, ‘আমাদের পক্ষে সব সময় তো আর সবকিছু ঠিকঠাকভাবে করা সম্ভব নয়। এই গ্রীষ্মে ৯০ ভাগ সময়েই আমাদের ভালো কেটেছে। আমরা দেখিয়েছি, দল হিসেবে আমাদের কতটা ভালো করা সম্ভব।’
এই মৌসুমে ঘরের মাঠে ছয়টি টেস্ট খেলে পাঁচটিতেই জিতেছে ইংল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজকে ৩-০ ব্যবধানে হারানোর পর শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের সিরিজ জিতেছে ২-১ ব্যবধানে। তবে ওভালে বাজে খেলে ১১ ম্যাচের মধ্যে শ্রীলঙ্কার কাছে প্রথম হারের পর কাটাছেঁড়া শুরু হয়েছে ইংল্যান্ডের পারফরম্যান্স নিয়ে।
প্রথম ইনিংসে ২৬১/৩ থেকে ৩২৫ রানে অলআউট ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসে ৮২ রানে ৭ উইকেট খোয়ানোর পর জেমি স্মিথের পাল্টা আক্রমণে ১৫৬ করতে পারে দলটি। ২১৯ রানের লক্ষ্যটা পাতুম নিশাঙ্কার ১২৭ রানের অসাধারণ এক ইনিংসে ভর করে সহজেই ছুঁয়ে ফেলে শ্রীলঙ্কা।
হঠাৎ কেন এমন হলো, সেটির ব্যাখ্যা দিতে গিয়েই বিখ্যাত ব্রিটিশ ব্যান্ড দল কোল্ডপ্লের প্রসঙ্গ টেনেছেন রুট, ‘আমার মনে হয় এই সপ্তাহে আমরা আমাদের সেরা ক্রিকেটটা খেলতে পারিনি। এমন কিছু তো সময়ে সময়ে হতেই পারে। কোল্ডপ্লের পক্ষেও তো প্রতি সপ্তাহে এক নম্বরে থাকা সম্ভব নয়।’
ওভাল টেস্টে ইংল্যান্ডের পারফরম্যান্স দেখে দলটির সাবেক অধিনায়ক অ্যালিস্টার কুক বলেছেন, আত্মপ্রসাদে ভুগছে ইংল্যান্ড। ব্যাটিংয়ের ধরন নিয়ে সমালোচনা করেছিলেন আরেক সাবেক অধিনায়ক মাইকেল ভনও।