র‍্যাঙ্কিংয়ে বেশ উন্নতি করেছেন পাকিস্তানি ব্যাটসম্যান সৌদ শাকিল (বাঁয়ে) ও ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজ
র‍্যাঙ্কিংয়ে বেশ উন্নতি করেছেন পাকিস্তানি ব্যাটসম্যান সৌদ শাকিল (বাঁয়ে) ও ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজ

আইসিসি টেস্ট র‍্যাঙ্কিং

ক্যারিয়ার–সেরা উচ্চতায় পাকিস্তানের শাকিল ও ভারতের সিরাজ

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে (২০২৩-২৫) দারুণ শুরু করেছে ভারত ও পাকিস্তান। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টানা পঞ্চমবার টেস্ট সিরিজ জিতেছে ভারত। আর শ্রীলঙ্কা সফরে যাওয়া পাকিস্তান গল টেস্ট জিতে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে। কলম্বোয় সিরিজ নির্ধারণী টেস্টের প্রথম ইনিংসেও এরই মধ্যে ২৫০ ছুঁই ছুঁই লিড নিয়েছে।

গলে পাকিস্তানের জয়ে সবচেয়ে বড় অবদান সৌদ শাকিলের। প্রথম ইনিংসে শ্রীলঙ্কার ৩১২ রানের জবাবে একপর্যায়ে ১০১ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে সফরকারীরা। সেখান থেকে পাকিস্তানকে ৪৬১ রানে পৌঁছে দেন শাকিল। ক্যারিয়ারের ষষ্ঠ টেস্ট খেলতে নেমে অপরাজিত থাকেন ২০৮ রান করে। আজ কলম্বোতেও তিনি ৫৭ রান করেছেন। আর ত্রিনিদাদে বৃষ্টির কারণে ড্র হওয়া টেস্টের প্রথম ইনিংসে ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজ নেন ৫ উইকেট।

দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কারও হাতেনাতে পেলেন শাকিল ও সিরাজ। আজ আইসিসি প্রকাশিত হালনাগাদ র‍্যাঙ্কিংয়ে ক্যারিয়ার–সেরা উচ্চতায় উঠে এসেছেন তাঁরা। ব্যাটসম্যানদের মধ্যে ১২ ধাপ এগোনো শাকিলের বর্তমান অবস্থান ১৫ নম্বরে আর বোলারদের মধ্যে সিরাজ ছয় ধাপ এগিয়ে আছেন ৩৩ নম্বরে।

টেস্ট র‍্যাঙ্কিংয়ে লম্বা লাফ দিয়েছেন জ্যাক ক্রলিও। ম্যানচেস্টারে অ্যাশেজের চতুর্থ টেস্টে বাজবলের দুর্দান্ত প্রদর্শনী ফুটে উঠেছে ক্রলির ব্যাটে। ২৫ বছর বয়সী ইংলিশ ওপেনার ১৮২ বলে করেন ১৮৯ রান। সেই ইনিংসের সুবাদে ১৩ ধাপ এগিয়ে তিনি উঠে এসেছেন ৩৫ নম্বরে।

ব্যাটসম্যানের র‍্যাঙ্কিংয়ে যথারীতি শীর্ষে আছেন কেইন উইলিয়ামসন। এপ্রিলে আইপিএল খেলতে গিয়ে পায়ের লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার পর আর মাঠেই নামতে পারেননি উইলিয়ামসন। তবে চোটের কারণে ছিটকে পড়ার আগে এ বছর যা করেছেন (২ সেঞ্চুরি, ১ ডাবল সেঞ্চুরিসহ ৬৯.৫০ গড়ে ৫৫৬ রান), সেটাই নিউজিল্যান্ডের ব্যাটসম্যানের শীর্ষ স্থান ধরে রাখার জন্য যথেষ্ট হয়েছে। উইলিয়ামসনের বর্তমান রেটিং পয়েন্ট ৮৮৩, দুইয়ে থাকা মারনাস লাবুশেনের ৮৬৯।  

বোলারের টেস্ট র‍্যাঙ্কিংয়ে সিরাজ ছাড়াও বড় লাফ দিয়েছেন ইংল্যান্ডের মার্ক উড ও ক্রিস ওকস। অ্যাশেজের প্রথম দুই টেস্টের একাদশে জায়গা না পাওয়া উড-ওকসই পরের দুই টেস্টে বল হাতে বেন স্টোকসের তুরুপের তাস হয়ে উঠেছিলেন। এ মাসে দুটি করে টেস্ট খেলে ওকস ১২ ও উড ১১ উইকেট নিয়েছেন।

ম্যানচেস্টার টেস্টে বাজবলের দুর্দান্ত প্রদর্শনী ফুটে উঠেছে ক্রলির ব্যাটে

ব্যাটসম্যানদের মতো বোলারদের ক্ষেত্রেও শীর্ষ স্থানে কোনো পরিবর্তন নেই। ওয়েস্ট ইন্ডিজ-ভারত সিরিজে সবচেয়ে বেশি ১৫ উইকেট পাওয়া রবিচন্দ্রন অশ্বিনই আছেন র‍্যাঙ্কিংয়ের শীর্ষে। অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে দুইয়ে আছেন ভারতীয় স্পিনার। এখানে শীর্ষে তাঁরই সতীর্থ রবীন্দ্র জাদেজা। যথারীতি তিনে আছেন সাকিব আল হাসান।

বাংলাদেশ সর্বশেষ টেস্ট খেলছিল প্রায় দেড় মাস আগে, মিরপুরে আফগানিস্তানের বিপক্ষে। সে ম্যাচে ৫৪৬ রানের রেকর্ড ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। তবে এ মাসে সাকিব-মুশফিকদের কোনো টেস্ট না থাকায় স্বাভাবিকভাবেই র‍্যাঙ্কিংয়ে কারও উন্নতি হয়নি। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে শীর্ষে আছেন লিটন দাস। তাঁর অবস্থান ১৭ নম্বরে। দেশি বোলারদের মধ্যে সবার ওপরে থাকা তাইজুল ইসলাম আছেন ২২ নম্বরে।