বিদেশের ফ্র্যাঞ্চাইজি লিগে আগে খেললেও কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে এটি ছিল শরীফুল ইসলামের অভিষেক ম্যাচ। প্রথম ম্যাচেই আবার শুরুতেই তাঁর হাতে বল তুলে দেন অধিনায়ক সাকিব আল হাসান। সব মিলিয়ে কিছুটা স্নায়ুচাপে হয়তো ভুগছিলেন শরীফুল। সেই চাপেই কি না, ম্যাচের প্রথম বলটাই করে ফেলেন ওয়াইড।
তবে ঘুরে দাঁড়াতে একদমই সময় নেননি শরীফুল। মিতব্যয়ী বোলিংয়ে একটি মেডেন ওভারের পর নিয়েছেন একটি উইকেটও। বাঁহাতি পেসারের চমৎকার বোলিংয়ের দিন উইকেটশূন্য ছিলেন সাকিব। পরে ব্যাট হাতেও সুবিধা করতে পারেননি এই অলরাউন্ডার। দুই বাংলাদেশির বিপরীত অভিজ্ঞতার দিনে তাঁদের দল বাংলা টাইগার্স মিসিসাগারও শুরুটা ভালো হয়নি। মন্ট্রিয়ল টাইগার্সের কাছে দলটি হেরেছে ৩৩ রানে। অলরাউন্ড নৈপুণ্যে ম্যাচসেরা হয়েছেন মন্ট্রিয়লের অ্যাশটন অ্যাগার।
ব্রাম্পটনের সিএএ সেন্টার মাঠে কাল টস জিতে মন্ট্রিয়লকে ব্যাটিংয়ে পাঠিয়েছিলেন সাকিব। দ্বিতীয় ওভারে অধিনায়ক ক্রিস লিনের উইকেট হারালেও অ্যাগার ও টিম সাইফার্ট আক্রমণাত্মক ব্যাটিংয়ে বড় সংগ্রহের ভিত গড়ে দেন। দলীয় শতরান পেরোনোর পর কিছুটা খেই হারিয়ে ফেলে মন্ট্রিয়ল। ডেভিড ভিসার দারুণ বোলিংয়ে ৫ রানের ব্যবধানে ৩ উইকেট হারায় দলটি।
এরপর দিলপ্রীত বাজওয়া বুঝেশুনে খেলে মন্ট্রিয়লকে এগিয়ে নেন। শেষ দিকে বেন মানেন্তির ঝোড়ো ব্যাটিংয়ে মিসিসাগাকে ১৯০ রানের লক্ষ্য দেয় তারা। নিজের শেষ ওভার করতে এসে ২২ বলে ৪০ রান করা মান্তেন্তিকে আউট করেন শরীফুল। এর আগে নিজের তৃতীয় ওভারে দুটি বাউন্ডারি খেলেও সব মিলিয়ে তাঁর ১৫ বলে কোনো রান নিতে পারেননি মন্ট্রিয়ল ব্যাটসম্যানরা। ৪ ওভারে রান দিয়েছেন ১৬টি।
কাল সাকিব বোলিংয়ে আসেন মন্ট্রিয়ল ইনিংসের চতুর্থ ওভারে। প্রথম তিন বল ডট করলেও চতুর্থ বলে বাউন্ডারি মারেন সাইফার্ট। তাঁর পরের ওভারে দুই চারের সঙ্গে একটি ছক্কা মারেন অ্যাগার। ১২তম ওভারে বোলিংয়ে ফিরে দেন ৩ রান। আর তাঁর শেষ ওভার থেকে এক বাউন্ডারিসহ আসে ৮ রান। এ নিয়ে টানা ৪ ম্যাচ উইকেটশূন্য থাকতে হলো সাকিবকে।
রান তাড়ায় হজরতউল্লাহ জাজাই চতুর্থ ওভারে আউট হয়ে গেলে তিন নম্বরে ব্যাটিংয়ে নামেন সাকিব। তবে বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। আয়ান আফজাল খানের বলে ক্যাচ দিয়ে ফেরেন। করতে পারেন ৬ বলে ৩ রান। ওপেনার রহমানউল্লাহ গুরবাজের ঝোড়ো ফিফটি কোনো কাজে আসেনি। ইফতিখার আহমেদের ২৮ রানের ইনিংস শুধু মিসিসাগার হারের ব্যবধান কমিয়েছে।
সাকিব-শরীফুলদের এই ম্যাচের প্রতিপক্ষ মন্ট্রিয়লের স্কোয়াডে আছেন আরেক বাংলাদেশি ক্রিকেটার মোহাম্মদ সাইফউদ্দিন। তবে ভিসা জটিলতায় কানাডায় যেতে দেরি হওয়ায় কালকের ম্যাচটি খেলতে পারেননি সাইফউদ্দিন।
মন্ট্রিয়ল টাইগার্স: ২০ ওভারে ১৮৯/৬
(সাইফার্ট ৪৪, অ্যাগার ৪১, বাজওয়া ৪১*, মানেন্তি ৪০; ভিসা ৩/৩০, শরীফুল ১/১৬, পাবরেজা ১/২৭, সাকিব ০/৩০)।
বাংলা টাইগার্স মিসিসাগা: ২০ ওভারে ১৫৬/৮
(গুরবাজ ৬৪, ইফতিখার ২৮, জাজাই ১৩, শরীফুল ৮*, সাকিব ৩; আফজাল ৪/৪০, অ্যাগার ২/৩৪, জহুর ১/১৭, রেইফার ১/৩৭)।
ফল: মন্ট্রিয়ল টাইগার্স ৩৩ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: অ্যাশটন অ্যাগার।