আজ সকালের সেশনে ২ উইকেট নেন ইবাদত
আজ সকালের সেশনে ২ উইকেট নেন ইবাদত

মিরপুর টেস্ট

বাংলাদেশকে ১৩৮ রানের লক্ষ্য দিল আয়ারল্যান্ড

মিরপুর টেস্টে দ্বিতীয় ইনিংসে ২৯২ রানে অলআউট হয়ে বাংলাদেশকে ১৩৮ রানের লক্ষ্য দিয়েছে আয়ারল্যান্ড। গতকাল ২৮৬ রান নিয়ে দিন শেষ করেছিল দলটি। সে স্কোরের সঙ্গে মাত্র ৬ রান যোগ করলেও আয়ারল্যান্ড আজ ব্যাটিং করেছে ৯ ওভার।

সকালে দুই প্রান্তে স্পিনার দিয়ে শুরু করিয়েছিলেন সাকিব আল হাসান, তবে ২ ওভার পর এক প্রান্তে তাইজুল ইসলামকে সরিয়ে ইবাদত হোসেনকে আনা হয়। দিনের পঞ্চম ওভারে ম্যাকব্রাইনকে ফেরান ইবাদতই। তাঁর ফুললেংথের লাইন ধরে রাখা বলে বোল্ড হন ম্যাকব্রাইন। আগের দিনের সঙ্গে মাত্র ১ রান যোগ করে ৭২ রানেই থামেন তিনি।

গ্রাহাম হিউমকে তুলে নেওয়ার পর ইবাদতের উদ্‌যাপন

ইবাদত পরের উইকেটটি পান কট-বিহাইন্ডে। অফ স্টাম্পের বাইরের ডেলিভারিতে ড্যাব করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন গতকাল আরেক অপরাজিত ব্যাটসম্যান গ্রাহাম হিউম, তিনি যোগ করেন আর ৫ রান।

ইবাদত সকালে দুটি উইকেটই নেওয়াতে ম্যাচে ১০ উইকেট পাওয়া হলো না তাইজুলের। ৯ উইকেট নিয়েই সন্তুষ্ট থাকতে হলো এ বাঁহাতি স্পিনারকে।

দ্বিতীয় দিন বিকালে ৪ উইকেট হারিয়ে চাপে পড়া আয়ারল্যান্ড গতকাল ঘুরে দাঁড়ায় লরকান টাকারের দারুণ সেঞ্চুরির সঙ্গে হ্যারি টেক্টর ও ম্যাকব্রাইনের ফিফটিতে। গতকাল দিন শেষে টাকার বলেছিলেন, জয়ের জন্য আরও ৪০-৫০ রান প্রয়োজন তাঁদের। সেটি অবশ্য আয়ারল্যান্ড পেল না।

এর আগে রান তাড়া করে চারটি টেস্ট জিতেছে বাংলাদেশ, সর্বশেষ জয়টি এসেছিল ২০২২ সালে মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে। ১৩৭-এর চেয়ে বেশি রান তাড়া করে এর আগে বাংলাদেশ জিতেছে দুবার।