তীর-প্রথম আলো ক্রীড়া পুরস্কার ২০২১-এ রানারআপ হয়েছেন মিরাজ
তীর-প্রথম আলো ক্রীড়া পুরস্কার ২০২১-এ রানারআপ হয়েছেন মিরাজ

বিপিএলে ওপেন করবেন মিরাজ

ডিসেম্বরের প্রথম সপ্তাহে ভারতের বিপক্ষে পেয়েছেন ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। তার আগে গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দেখা পেয়েছিলেন প্রথম টেস্ট সেঞ্চুরির। ক্রিকেটের তিন সংস্করণের মধ্যে টি–টোয়েন্টির সেঞ্চুরিটা কবে আসবে মেহেদী হাসান মিরাজের?

দারুণ ছন্দে থেকে ২০২২ শেষ করা মিরাজের আশা, শিগগিরই হয়তো হয়ে যাবে। তবে ২০ ওভারের ক্রিকেটে সেঞ্চুরি জন্য পর্যাপ্ত সময়ও দরকার। সেটিই বলছিলেন আজ তীর–প্রথম আলো ক্রীড়া পুরস্কার ২০২১–এ এসে, ‘টি–টোয়েন্টির সেঞ্চুরির জন্য ওপেনিং বা ওপরের দিকে ব্যাটিং করা দরকার। দোয়া করবেন শীঘ্রই যেন হয়ে যায়।’

আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে এখন পর্যন্ত ৫ ম্যাচে ওপেন করেছেন মিরাজ। যার সর্বশেষটি অক্টোবরে পাকিস্তানের বিপক্ষে, নিউজিল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে। এরপর অবশ্য অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি–টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচই খেলেছেন একটি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেই ম্যাচে নেমেছিলেন ছয় নম্বরে।

তবে আবারও ইনিংস উদ্বোধনের দায়িত্বে ফিরতে পারেন মিরাজ। জানালেন, আগামী সপ্তাহে শুরু হতে যাওয়া বিপিএলে ফরচুন বরিশালের হয়ে ওপেন করবেন তিনি, ‘এখানে আমার অধিনায়ক সাকিব ভাই আছেন। ভাই বলেছেন বিপিএলে ওপেন করাবেন। দোয়া করবেন, এবার যেন টি–টোয়েন্টিতে প্রথম সেঞ্চুরিটা করতে পারি।’

মঞ্চে দাঁড়িয়ে মিরাজ যখন কথাগুলো বলছিলেন, ফরচুন ও বাংলাদেশ দলের টি–টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান তখন সামনে বসা। মিরাজের কথায় সাকিবও এ সময় হাসছিলেন।