এক ফ্রেমে রাজশাহীর জয়ের তিন নায়ক
এক ফ্রেমে রাজশাহীর জয়ের তিন নায়ক

তাসকিনের রেকর্ডের পর এনামুল–বার্লের সেঞ্চুরি–জুটি

২০২৪ সালটা তাসকিন আহমেদের। সদ্য শেষ হওয়া বছরের তৃতীয় সর্বোচ্চ (৬৩) উইকেটের মালিক এই পেসার। নতুন বছরের শুরুটা করলেন আরও দুর্দান্তভাবে। বছরে প্রথমবার মাঠে নেমে নিলেন ৭ উইকেট। যা বিপিএল তো বটেই, ফ্র্যাঞ্চাইজি লিগের ইতিহাসেই সেরা বোলিং।

তাসকিনের রেকর্ড গড়া ম্যাচে জিতেছে তাঁর দল দুর্বার রাজশাহীও। ঢাকা ক্যাপিটালসের দেওয়া ১৭৫ রানের লক্ষ্যে অধিনায়ক এনামুল হক ও রায়ান বার্লের ফিফটিতে ১১ বল আর ৭ উইকেট হাতে রেখেই টপকে গেছে দলটি। টুর্নামেন্টে এটি তাদের প্রথম জয়।

রাজশাহীর শুরুটা অবশ্য ভালো ছিল না। ৩১ রানের মধ্যে দলটি হারায় ২ উইকেট, এর মধ্যে একটি পাকিস্তানের মোহাম্মদ হারিসের, অন্যটি জিশান আলমের। হারিস করেন ৫ বলে ১২, জিশান দ্বিতীয়বারের মতো ফেরেন শূন্যতে।

ম্যাচসেরার পুরস্কার হাতে তাসকিন ও এনামুল পুরস্কার পেলেন ম্যাচের সবচেয়ে মূল্যবান ক্রিকেটারের

এরপর ইয়াসির আলিকে নিয়ে ৩৩ বলে ৪২ রানের জুটি গড়েন এনামুল। যে জুটি রাজশাহীকে রান তাড়ায় কক্ষপথে রাখে। তবে রাজশাহীর জয় নিশ্চিত হয় বার্লের সঙ্গে এনামুলের ৫৬ বলে ১০৬ রানের অবিচ্ছিন্ন জুটিতে।

গত ম্যাচে ফিফটি করা এনামুল এই ম্যাচেও খেলেছেন অপরাজিত ৭৩ রানের ইনিংস। রাজশাহী অধিনায়ক ফিফটি পেয়েছেন ৩৫ বলে। জিম্বাবুয়ের অলরাউন্ডার বার্ল ফিফটি করেছেন ৩১ বলে। অপরাজিত ছিলেন ৩৩ বলে ৫৫ রানে।

বল হাতে ভালো শুরু আর বড় লক্ষ্য দিয়েও ঢাকা ম্যাচ হাত ফসকেছে ভালো বোলারের অভাবে। মিডল ওভারে ভারতীয় বংশোদ্ভূত মার্কিন খেলোয়াড় শুবম রঞ্জন, স্পিনার নাজমুল ইসলামেরা সবাই ছিলেন খরুচে। এনামুল দারুণ করলেও ব্যাট হাতে আজ শূন্যতে ফিরেছেন বাংলাদেশের আরেক ওপেনার লিটন দাস।

ঢাকার এই ব্যাটসম্যান তাসকিনের বাউন্সারে উইকেট দিয়ে এসেছেন ম্যাচের দ্বিতীয় ওভারেই। তাসকিন নিজের করা পরের ওভারেই আউট করেন আরেক জাতীয় দলের ওপেনার তানজিদ হাসানকে।

৭ উইকেটের ৫টিই তাসকিন নিয়েছেন নিজের শেষ দুই ওভারে। ইনিংসের ১৭তম ওভারের দ্বিতীয় বলে ঢাকার সর্বোচ্চ স্কোরার শাহাদাত হোসেনকে(৫০) ফেরানোর পর ওভারের পঞ্চম বলে শ্রীলঙ্কান চতুরাঙ্গা ডি সিলভাকে উইকেটকিপারের ক্যাচ বানান তাসকিন।

এই বল দিয়েই ৭ উইকেট নিয়েছেন তাসকিন

শেষ ওভারের দ্বিতীয় ও তৃতীয় বলে আলাউদ্দিন বাবু ও মুকিদুল ইসলামকে ফেরানো তাসকিনকে হ্যাটট্রিক করতে দেননি নাজমুল ইসলাম। ওই ওভারের পঞ্চম বলে শুবম রঞ্জনকে ফিরিয়ে সপ্তম উইকেট পেয়ে যান তাসকিন।

শেষ বলটা দিয়েছিলেন ইয়র্কার, কোনোরকমে ব্যাট লাগিয়ে ১ রান নেন মোস্তাফিজ। তাসকিন শেষ ২ ওভারে বেশি উইকেট পাওয়াতেই ঢাকা ১৭৪ রানের সংগ্রহ দাঁড় করাতে পেরেছে। এ নিয়ে টানা দ্বিতীয় ম্যাচে হেরেছে ঢাকা।

সংক্ষিপ্ত স্কোর:

ঢাকা ক্যাপিটালস: ১৭৪/৯(শাহাদত ৫০, এসকিনেজি ৪৬; তাসকিন ৭/১৯, মুরাদ ১/২১)

দুর্বার রাজশাহী: ১৭৯/৩( এনামুল ৭৩*, বার্ল ৫৫*; মোস্তাফিজুর ১/ ৩৩, মুকিদুল ১/৩৭)

ফল: রাজশাহী ৭ উইকেটে জয়ী

ম্যাচসেরা: তাসকিন আহমেদ